Entertainment News

মুক্তির সাত দিন আগে শুরু ‘কণ্ঠ’র অ্যাডভান্স বুকিং

অর্জুন মল্লিক। রেডিও জকি। কণ্ঠই যাঁর জীবন। শ্রোতাদের সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম কণ্ঠ। কণ্ঠের জাদুতেই মন জয় করা তাঁর পেশা। নেশাও বটে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ মে ২০১৯ ১৩:০৮
Share:

ছবির দৃশ্যে পাওলি-শিবপ্রসাদ।

মে মাস। গত কয়েক বছর ধরে বাংলা ছবির দর্শক যেন নিয়ম করেই মে মাসে শিবপ্রসাদ মুখোপাধ্যায়, নন্দিতা রায়ের ছবি দেখেন। চলতি বছরে তাঁদের উপহার ‘কণ্ঠ’। মুক্তি পাবে আগামী ১০মে। মুক্তির সাত দিন আগে নবীনা সিনেমায় অ্যাডভান্স বুকিং শুরু হয়ে গেল এই ছবির।

Advertisement

অর্জুন মল্লিক। রেডিও জকি। কণ্ঠই যাঁর জীবন। শ্রোতাদের সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম কণ্ঠ। কণ্ঠের জাদুতেই মন জয় করা তাঁর পেশা। নেশাও বটে।

হঠাত্ই বিপর্যয়। গলার ক্যানসারে আক্রান্ত হন অর্জুন। চিকিত্সক বুঝিয়ে দেন, ভয়েজ বক্সটাই বাদ দিতে হবে। ফলে কণ্ঠের আওয়াজ একেবারে হারিয়ে হয়তো যাবে না। কিন্তু গলা দিয়ে যে আওয়াজ বেরবে, তা অদ্ভুত। ফলে নতুন করে বাঁচার পাঠ নিতে হবে তাঁকে। যন্ত্রণাকে ভুলে উত্তরণের পাঠ।

Advertisement

দেখুন, বিনোদনের নানা কুইজ

এ হেন অর্জুনকেই ফ্রেমবন্দি করেছেন পরিচালক জুটি। এ ছবির ‘অর্জুন’ শিবপ্রসাদ স্বয়ং। রয়েছেন পাওলি দাম, জয়া আহসানও। এ ছবি নাকি শিবপ্রসাদ-নন্দিতা জুটির চেনা ছকের বাইরে। মুক্তির আগেই এ কথা বলছেন টলি মহলের একটা অংশ।

আরও পড়ুন, আমি সিঙ্গল, জীবনে কোনও ‘মিসম্যাচ’ নেই, বললেন র‌্যাচেল

(মুভি ট্রেলার থেকে টাটকা মুভি রিভিউ - রুপোলি পর্দার সব খবর জানতে পড়ুন আমাদের বিনোদন বিভাগ।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement