Akshay Kumar

Suryavanshi: মুক্তির আগে হোঁচট ‘সূর্যবংশী’র

পিভিআর-এর পূর্বাঞ্চলীয় শাখার এক আধিকারিকের কথায়, মুম্বইয়ের অফিসের তরফে বুকিং স্থগিত রাখার নির্দেশ এসেছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২১ ০৬:১৮
Share:

সূর্যবংশী ছবির পোস্টার।

একে দীপাবলি-ভাইফোঁটার আবহ, তায় সিনেমা হলে মুক্তি পেল অক্ষয়কুমার-রোহিত শেট্টির ‘সূর্যবংশী’। দীর্ঘ খরার মরসুমের পরে এমন লক্ষ্মীলাভের প্রাক্কালে ছবিমুক্তিকে ঘিরে তৈরি হয়েছিল সমস্যা। বৃহস্পতিবার রাত পর্যন্তও মাল্টিপ্লেক্সগুলিতে ‘সূর্যবংশী’র অগ্রিম বুকিং শুরু হয়নি। আইনক্স, পিভিআর, সিনেপলিসের মতো মাল্টিপ্লেক্স চেনগুলিতে শো-টাইম দেওয়া ছিল না। সিঙ্গল স্ক্রিনে অবশ্য কোনও সমস্যা তৈরি হয়নি। শোনা যাচ্ছে, মাল্টিপ্লেক্স চেনগুলির সঙ্গে মুনাফা সংক্রান্ত ঝামেলায় জড়িয়েছিল প্রযোজনা সংস্থা। তবে বৃহস্পতিবার রাতেই সেই সমস্যার মীমাংসা হয়। ঘোষণা করা হয়, মাল্টিপ্লেক্স চেনগুলিতে দেখা যাবে ‘সূর্যবংশী’। এ দিন রাতের দিকে শুরু হয়ে যায় অগ্রিম বুকিংও।

Advertisement

পিভিআর-এর পূর্বাঞ্চলীয় শাখার এক আধিকারিকের কথায়, মুম্বইয়ের অফিসের তরফে বুকিং স্থগিত রাখার নির্দেশ এসেছিল। মুক্তির আগের দিন রাতে মেলে গ্রিন সিগন্যাল। এ দিকে সিনেমা হলে ৫০ থেকে বাড়িয়ে ৭০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। ‘সূর্যবংশী’কে ঘিরে ব্যবসার আশায় সকলেই। ফিল্ম ডিস্ট্রিবিউটার শতদীপ সাহার কথায়, ‘‘এ ক্ষেত্রে যতক্ষণ না প্রযোজনা সংস্থা তাদের সিদ্ধান্ত চূড়ান্ত করছে, আমাদের কিছু করণীয় থাকে না। তবে জটিলতা কেটেছে, এটাই আশার কথা।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন