karishma kapoor

সঞ্জয়ের সঙ্গে বিচ্ছেদের পর ফের প্রেমে পড়েন, বিয়ে করার ইচ্ছে জাগে করিশ্মার, কে ছিলেন তাঁর প্রেমিক?

সঞ্জয়ের সঙ্গে বিয়ে ভাঙার পর দ্বিতীয় বার বিয়ে করেননি অভিনেত্রী। যদিও ইচ্ছে যে করেনি, তেমন নয়। কার প্রেমে পড়েছিলেন নায়িকা?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ জুন ২০২৫ ১৯:২০
Share:

সঞ্জয়ের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর কার প্রেমে পড়েন করিশ্মা? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

২০১৬ সালে স্বামী সঞ্জয় কপূরের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় করিশ্মা কপূরের। প্রায় ১৪ বছরের দাম্পত্যজীবন ছিল তাঁদের। তবে তাঁদের বিচ্ছেদের নেপথ্যে ছিল শ্বশুরবাড়ির তরফে পাওয়া তিক্ত অভিজ্ঞতা। সদ্য প্রয়াত হয়েছেন করিশ্মার প্রাক্তন স্বামী সঞ্জয়। বিয়ে ভাঙার পর দ্বিতীয় বার বিয়ে করেননি অভিনেত্রী। তবে ইচ্ছে যে তাঁর করেনি, তেমন নয়। শোনা যায়, প্রেমে পড়েছিলেন করিশ্মা। অভিনেতা নয়, ফের এক ব্যবসায়ীর প্রেমে পড়েন। কিন্তু সেই প্রেমও নাকি ভেঙে যায়!

Advertisement

২০০২ সালে অভিষেক বচ্চনের সঙ্গে বাগ্‌দান সেরেছিলেন করিশ্মা। কিন্তু বিয়ের আগেই সম্পর্ক ভেঙে গিয়েছিল। তার এক বছরের মাথায় সঞ্জয়কে বিয়ে করেন করিশ্মা। অভিষেক ও সঞ্জয়— এঁদের পরে আর কোনও পুরুষের সঙ্গে জড়াননি অভিনেত্রী। ব্যক্তিগত জীবন নিয়েও খুব একটা কথা বলেননি কখনও। যদিও বছর কয়েক আগে এক অনুরাগী দ্বিতীয় বিয়ের কথা জিজ্ঞেস করলে অভিনেত্রী জানান, পরিস্থিতির উপর সব নির্ভর করছে। সেই সময়েই শোনা গিয়েছিল, মুম্বইয়ের এক ব্যবসায়ীর সঙ্গে সম্পর্কে জড়ান, নাম সন্দীপ তোশনিওয়াল। মাঝে নাকি প্রায় সব পার্টিতে সন্দীপের সঙ্গে দেখা যেত করিশ্মাকে। এমনকি, বেশ কয়েক বার করিশ্মার সঙ্গে একই গাড়িতে দেখা গিয়েছে এই ব্যবসায়ীকে। যদিও পরে শোনা যায়, সন্দীপের স্ত্রী ডিভোর্স না দেওয়ায় নিজেকে সেখান থেকে সরিয়ে নেন করিশ্মা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement