Karishma Kapoor

বাবার মত ছিল না! করিশ্মার বিয়ের সম্বন্ধ করেছিলেন কে? সঞ্জয়ের মৃত্যুর পরে প্রকাশ্যে এল তথ্য

সম্বন্ধ করে বিয়ে হয়েছিল অভিনেত্রীর। তবে পরিবার নয়। অন্য কেউই এই বিয়ের সম্বন্ধ ঠিক করেছিলেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ জুন ২০২৫ ১৭:২১
Share:

করিশ্মা-সঞ্জয়ের বিয়ের সম্বন্ধ কে করেছিলেন? ছবি: সংগৃহীত।

সঞ্জয় কপূরের মৃত্যুর পর থেকে ফের চর্চায় করিশ্মা কপূরের ব্যক্তিগত জীবন। প্রাক্তন স্বামীর শেষকৃত্যে শামিল হচ্ছেন অভিনেত্রী। ব্যক্তিগত জীবন নিয়ে কোনও দিনই খুব সরব নন করিশ্মা। বিয়ে বা বিচ্ছেদ নিয়েও কম কথা বলেছেন তিনি। তবে করিশ্মার বাবা রণধীর কপূর নিজেই এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, সঞ্জয়কে পাত্র হিসাবে মোটেই পছন্দ ছিল না তাঁর। সঞ্জয়ের সঙ্গে কী ভাবে বিয়ে হল করিশ্মার, তা-ও জানিয়েছিলেন তিনি।

Advertisement

২০০২ সালে অভিষেক বচ্চনের সঙ্গে বাগ্‌দান পর্ব সেরেছিলেন করিশ্মা। সেই জুটি নিয়ে আশা ছিল অনুরাগীদের। কিন্তু ভেঙে যায় সেই সম্পর্ক। পরের বছর অর্থাৎ ২০০৩ সালের সেপ্টেম্বর মাসে বিয়ে করেন সঞ্জয়-করিশ্মা। সম্বন্ধ করে বিয়ে হয়েছিল অভিনেত্রীর। তবে পরিবার নয়। অন্য কেউই এই বিয়ের সম্বন্ধ ঠিক করেছিলেন।

রণধীর বলেছিলেন, “ওদের সম্বন্ধ করে বিয়ে হয়েছিল। যদিও ওরা বহু দিন ধরেই পরস্পরকে চিনত। কিন্তু ওদের বিয়ের যোগাযোগ তৈরি করেছিল বন্ধুরা।” তবে সেই সময়ে করিশ্মা বিয়ের আগে বলেছিলেন, “আমার বাবা-মা আমার বিয়ে ঠিক করবেন।” ব্যক্তিগত পরিসরে ধুমধাম করে বিয়ে হয়েছিল তাঁদের। ২০০৫ সালে কন্যা সামাইরা কপূরের জন্ম। ২০১১ সালে পুত্র কিয়ানের জন্ম। ২০১৬ সালে বিবাহবিচ্ছেদের পথে হেঁটেছিলেন করিশ্মা ও সঞ্জয়। অভিযোগ ছিল, সঞ্জয়ের নাকি একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক। এমনকি, সঞ্জয়ের বিরুদ্ধে মারধর করার অভিযোগও তুলেছিলেন করিশ্মা।

Advertisement

বিবাহবিচ্ছেদের পরে সঞ্জয় নতুন সংসার পাতলেও, আর বিয়ে করেননি করিশ্মা। গত ১২ জুন পোলো খেলতে গিয়ে গলায় মৌমাছি আটকে যায় সঞ্জয়ের। হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement