Pahalgam terror Attack

পহেলগাঁও কাণ্ডের জেরে বিপাকে অক্ষয় কুমার! বড় আর্থিক ক্ষতির মুখে সহ-অভিনেতারাও?

অক্ষয় কুমার ছাড়াও এই ছবিতে অভিনয় করছেন জ্যাকলিন ফার্নান্ডেজ়, সুনীল শেট্টী, জ্যাকি শ্রফ, দিশা পটানী। ছবির শুটিং নাকি চলতি মাসেই শুরু হওয়ার কথা ছিল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ জুন ২০২৫ ১৪:০৭
Share:

পহেলগাঁও কাণ্ডের জেরে বিপাকে অক্ষয়! গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

পহেলগাঁও কাণ্ডের জেরে বিপাকে অক্ষয় কুমারের ছবি। আহমেদ খান পরিচালিত ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ ছবিটিকে ঘিরে বার বার বিতর্ক তৈরি হয়েছে। প্রথমে শোনা গিয়েছিল, আর্থিক সমস্যার কারণে ছবির শুটিং ক্রমশ পিছিয়ে যাচ্ছে। অবশেষে সেই বিতর্কে মুখ খুলেছেন পরিচালক নিজেই। তিনি জানিয়েছেন, ছবি পিছিয়ে যাওয়ার মূল কারণ হল পহেলগাঁও কাণ্ড। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে বিশদে কথা বলেছেন আহমেদ খান।

Advertisement

অক্ষয় কুমার ছাড়াও এই ছবিতে অভিনয় করছেন জ্যাকলিন ফার্নান্ডেজ়, সুনীল শেট্টী, জ্যাকি শ্রফ, দিশা পটানী। ছবির শুটিং নাকি চলতি মাসেই শুরু হওয়ার কথা ছিল। পরিচালক আহমেদ খান বলেছেন, “ছবির বেশ কিছু অংশের শুটিং ইতিমধ্যেই হয়ে গিয়েছে। জুন মাসে দীর্ঘ দিন কাশ্মীরে শুটিং করার কথা ছিল আমাদের। এটা হয়ে গেলেই ছবির শুটিং সম্পূর্ণ হত। কিন্তু এর মধ্যেই পহেলগাঁও-এর মতো ঘটনা ঘটে গিয়েছে। তাই কাশ্মীরের শুটিং বাতিল করতে হয়েছে।”

কাশ্মীরের বদলে কুলু বা হিমাচল প্রদেশে শুটিং হবে বলে জানা যাচ্ছে। পরিচালকের কথায়, “কাশ্মীরে শুটিং করা এখন সমীচীন নয়। অন্য স্থানে প্রথম থেকে শুটিং-এর পরিকল্পনা করতে হবে আমাদের। ৩৬ জন অভিনেতাকে একই সময়ে এক জায়গায় নিয়ে আসা সহজ বিষয় নয়। সেই কাজই চলছে।”

Advertisement

আর্থিক বিতর্ক প্রসঙ্গে আহমেদ বলেন, “এই বিষয়ে আমার কোনও ধারণাই নেই। আর্থিক বিষয় তো প্রযোজকেরা সামলান।” ছবিতে অরশদ ওয়ার্সী, পরেশ রাওয়ল, রবীনা টন্ডন, লারা দত্ত, জনি লিভার, রাজপাল যাদব, তুষার কপূর, শ্রেয়শ তলপড়ে, মিকা সিংহও অভিনয় করেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement