Mahira Khan

সারাজীবনের মতো নিষিদ্ধ করা হোক! মাহিরা, ফওয়াদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি

জুলাই মাসের প্রথম দিনেই পাক-তারকাদের প্রতি খানিক যেন শিথিল হয়েছিল ভারতের কড়াকড়ি। কিন্তু একদিন কাটতে না কাটতেই ফের চরম পদক্ষেপ!

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ জুলাই ২০২৫ ১৯:১১
Share:

নতুন কোন পদক্ষেপ নেওয়া হল পাক অভিনেতাদের বিরুদ্ধে। ছবি: সংগৃহীত।

গত এক মাসে নতুন করে খারাপ হয়েছে ভারত-পাক সম্পর্ক। তার জেরে আরও একবার ভারতে নিষেধাজ্ঞার খাঁড়া নেমে এসেছে পাকিস্তানের শিল্পীদের উপর। এ বার তাঁদের পাকাপাকি ভাবে নিষিদ্ধ ঘোষণার দাবি উঠল এ দেশে।

Advertisement

পহেলগাঁও কাণ্ডের পর পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কূটনৈতিক পদক্ষেপ করেছে ভারত। এই ঘটনার পরই পাকিস্তানি তারকাদের নিষিদ্ধ ঘোষণা করা হয় এ দেশে। তাঁদের সমাজমাধ্যমও নিষিদ্ধ করা হয়। হানিয়া আমির, আতিফ আসলাম, মাহিরা খান, ফওয়াদ খান, মাওরা হোসেনের মতো তারকাদের আর দেখতে পাচ্ছিলেন না এ দেশের অনুরাগীরা। তবে, ১ জুলাই হঠাৎ চাউর হয়ে যায় পাক-অভিনেত্রী মাওরা হোসেনের সমাজমাধ্যম ফের দেখতে পাচ্ছেন ভারতের অনুসরণকারীর। অথচ, নিষেধাজ্ঞা উঠে গিয়েছে কি না, তা জানা যায়নি। ইনস্টাগ্রাম বা কেন্দ্র সরকারের তরফে ছিল না কোনও ঘোষণা। এর পরই মোড় ঘোরে। নতুন করে নিষিদ্ধ করে দেওয়া হয় পাক-তারকা ও তাঁদের সমাজমাধ্যমের অ্যাকাউন্টগুলি।

৩ জুলাই নিষেধাজ্ঞা ফের নিষিদ্ধ হয় মাওরা, উমনার মতো তারকাদের পাতা। সমাজমাধ্যমের তরফে বিশেষ বার্তায় জানিয়ে দেওয়া হয় ‘‘এই পাতাগুলি বন্ধ রাখার আইনি কারণ রয়েছে।’’

Advertisement

এ দিকে ‘অল ইন্ডিয়া সিনে ওয়ার্কারস অ্যাসসিয়েশন’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে দাবি করেছে পাকিস্তানি তারকাদের যেন সারাজীবনের মতো নিষিদ্ধ করা হয়। জুলাই মাসের শুরু থেকেই মাওরার সমাজমাধ্যমের পাতা কেন দেখা গেল ভারতে? অনেকেই দাবি করেছেন যান্ত্রিক গোলযোগের কারণে ওই পাতা দেখা গিয়েছে।

২০১৬ সালে বলিউডে ‘সনম তেরি কসম’ ছবিতে অভিনয় করে ভারতীয় দর্শকদের মন জয় করেছিলেন পাক অভিনেত্রী মাওরা। কিন্তু পহেলগাঁও কাণ্ড এবং ‘অপরেশন সিঁদুর’-এর পর সে দেশের তারকারা ভারত বিরোধী মন্তব্য করায় সম্পর্কের অবনতি হয়। তার পরই ‘অল ইন্ডিয়া সিনে ওয়ার্কারস অ্যাসসিয়েশন’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আবেদন করে যাতে পাক অভিনেতা-অভিনেত্রীদের সোশাল মিডিয়া অ্যাকাউন্টগুলি পুরোপুরি এ দেশে নিষিদ্ধ করা হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement