Aryan Khan

পহেলগাঁওয়ের নারকীয় ঘটনা, বড় সিদ্ধান্ত নিলেন শাহরুখ-পুত্র আরিয়ান

কাশ্মীরে ভয়াবহ জঙ্গি হামলার পর উত্তপ্ত গোটা দেশ। তারকারা সমাজমাধ্যমের পাতায় উগরে দিয়েছেন তাঁদের তীব্র বিরক্তি। এর মাঝেই বড় সিদ্ধান্ত নিলেন আরিয়ান খান।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৫ ১৬:৪১
Share:

বড় সিদ্ধান্ত নিলেন আরিয়ান খান ছবি: সংগৃহীত।

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ৭২ ঘণ্টা পার। ইতিমধ্যে ভারত ও পাকিস্তান দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে কূটনৈতিক লড়াই শুরু হয়েছে। উত্তপ্ত গোটা দেশ। এর মাঝেই বড় সিদ্ধান্ত শাহরুখ-পুত্র আরিয়ান খানের। তাঁকে নিয়ে আলোচনার শেষ নেই। পরিচালক হিসাবে সদ্য কাজ শুরু করেছেন ইন্ডাস্ট্রিতে।

Advertisement

২৬ এপ্রিল কলকাতায় একটি বড় পার্টির আয়োজন করেছিলেন তিনি। ওই দিনই শহরে কলকাতা নাইট রাইডারের ম্যাচ রয়েছে। টলি ও বলি পাড়ার তাবড় তাবড় নায়ক-নায়িকাদের নিয়ে পার্টির পরিকল্পনা ছিল তাঁর। কিন্তু আপাতত সেই পরিকল্পনা স্থগিত। পহেলগাঁওয়ে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার জন্য পার্টি না করার সিদ্ধান্ত নিলেন আরিয়ান। এমনটাই জানানো হয়েছে তাঁর টিমের তরফে।

শোনা যাচ্ছে, ইতিমধ্যেই শহরের অনেক অভিনেতা-অভিনেত্রীর কাছে পৌঁছে গিয়েছিল আমন্ত্রণপত্র। সেই তালিকায় ছিলেন নুসরত জাহান, ঐন্দ্রিলা সেন, রুক্মিণী মৈত্র, সম্পূর্ণা লাহিড়ী, সুস্মিতা চট্টোপাধ্যায়, তৃণা সাহার মতো অনেক নায়িকা। শুভশ্রী গঙ্গোপাধ্যায়, মিমি চক্রবর্তীর কাছেও নাকি পৌঁছে গিয়েছিল আমন্ত্রণপত্র।

Advertisement

এই বিশেষ পার্টিতে উপস্থিত থাকার কথা ছিল আরিয়ান ছাড়াও বোন সুহানা খান-সহ তাঁদের বাকি বন্ধুবান্ধবের। কিন্তু দেশের এই ভয়ঙ্কর সময় কোনও আনন্দ করার কথাই ভাবতে পারছেন না তাঁরা। তাই আপাতত এই পার্টি বাতিল করারই সিদ্ধান্ত নিয়েছেন আরিয়ান।এই নারকীয় ঘটনা মেনে নিতে পারছেন না অনেকেই। হিন্দি ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী হিনা খান থেকে সোনাক্ষী সিন্হা, সকলেই তীব্র নিন্দা করেছেন এই ঘটনার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement