Apu Biswas- Bubly

দুই সতীনের দড়ি টানাটানি! অপুকে নিয়ে শাকিবের গাড়িতে ওঠার ভিডিয়ো দেখে কী লিখলেন বুবলী?

শাকিবের সঙ্গে অপুর ভ্রমণের ভিডিয়ো প্রকাশ্যে আসতেই ফের সরব হলেন বুবলী। দিলেন কোন বার্তা?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ জুন ২০২৫ ১৮:৫১
Share:

(বাঁ দিক থেকে) অপু বিশ্বাস, শাকিব খান, বুবলী। ছবি: সংগৃহীত।

এক স্বামীর দুই স্ত্রী— দু’জনেই নাকি প্রাক্তন! শোনা যায় এমনই। বিবাহবিচ্ছেদে হয়ে গেলেও দুই স্ত্রী এবং তাঁদের দুই সন্তানদের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করেন অভিনেতা শাকিব খান।

Advertisement

অথচ, গত প্রায় দু’বছর ধরে শাকিবকে নিয়ে দড়ি টানাটানি চলছে অপু বিশ্বাস ও বুবলীর মধ্যে। তাঁদের প্রতিযোগিতা চলে পাল্লা দিয়ে। শাকিব অবশ্য বার বার বলেছেন দুই স্ত্রী-ই এখন তাঁর জীবনে অতীত। তবে অপু-বুবলী দুই নারীই মরিয়া হয়ে বুঝিয়ে দিতে চান, তাঁরা শাকিবের ঠিক কতটা ঘনিষ্ঠ।

এ বার শাকিবের সঙ্গে অপুর ভ্রমণের ভিডিয়ো প্রকাশ্যে আসতেই ফের সরব হলেন বুবলী। দিলেন বিশেষ বার্তা। সম্প্রতি ইদ-উল-আজ়হা উপলক্ষ্যে শাকিব কেনাকেটায় বেরিয়েছিলেন অপু ও তাঁর ছেলে আব্রাম জয়কে নিয়ে। অভিনেতার গাড়িতে উঠতে দেখা যায় অপুকে। নিমেষে ভাইরাল হয়ে যায় সেই ছবি।

Advertisement

২৪ ঘণ্টা কাটতে না কাটতেই শাকিবের সঙ্গে ছেলে শেহজাদ বীরকে নিয়ে একটি ছবি সমাজমাধ্যমে পোস্ট করেন বুবলী। লেখেন, “অনুগ্রহ করে কিছু না জেনে, কারও চালাকির প্ররোচনায় পড়ে আজেবাজে, নোংরা ভিডিয়োতে মন্তব্য করা এবং ট্যাগ করা বন্ধ করুন। বিশেষ করে বাচ্চাদের নিয়ে। বাবা শাকিব খান তাঁর সব সন্তানকেই ভীষণ ভালবাসেন, সময় দেন, শুধু শুধু সন্তানদের মধ্যে বিভাজন করবেন না এবং হিংসাত্মক মনোভাব ছড়াবেন না। সব বাবা-মায়ের মতো আমরাও আমাদের সর্বোচ্চটা দিয়ে আমাদের সন্তানকে ভালো রাখতে চাই। কারণ পরিবারের বন্ধন সবচেয়ে সুন্দর এবং শক্তিশালী। বাচ্চারা বড় হচ্ছে, তাদেরকে নেগেটিভিটি থেকে দূরে রাখুন প্লিজ।’’

যে ছবিটি বুবলী দিয়েছেন সেটা ছেলে শেহজাদের জন্মদিনের সময় তোলা। এ দিকে অভিনেতার গুলশানের অফিসে তিনজনের ছবি পোস্ট করতেই অনুসরণকারীরা ফের কানাঘুষো শুরু করেছেন। অনেকেই বলছেন, বুবলীর মনের সেই প্রতিযোগিতামূলক মনোভাবই ফের বেরিয়ে এসেছে এই পোস্টের মাধ্যমে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement