nusrat jahan

দু’সপ্তাহ হোম কোয়রান্টিনে থাকার পর বেহালার বৃদ্ধাবাস আর বিশেষ ভাবে সক্ষম মানুষের পাশে নুসরত

বিশেষ ভাবে সক্ষম একজন ভক্ত নুসরতকে নিয়ে কবিতা লিখেছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০২ মে ২০২০ ১৯:০৪
Share:

বিশেষ ভাবে সক্ষম মানুষদের কাছে প্রয়োজনীয় ত্রান পৌঁছে দিলেন তৃণমূলের সাংসদ ও অভিনেত্রী নুসরত জাহান। ছবি: সংগৃহীত।

বিশ্ব জুড়ে করোনাভাইরাসের সন্ত্রাস। তার মধ্যে শুরু হয়েছে রমজান। লকডাউনের সময়ে একজোট হয়ে ইফতার আর সম্ভব নয়। এই পরিস্থিতিতে অভিনেতা, সাংসদ নুসরত জাহান পৌঁছে গেলেন বেহালার এক বৃদ্ধাবাস ও বিশেষ ভাবে সক্ষম মানুষদের কাছে।

Advertisement

প্রয়োজনীয় খাদ্যসামগ্রী দিয়ে তাঁদের পাশে দাঁড়ালেন সাংসদ অভিনেতা। নুসরতের বাবা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।তিনি আইসোলেশনে আছেন। পরের সপ্তাহে আর এক বার টেস্ট হবে তাঁর।

অভিনেত্রী নিজেও দু’সপ্তাহ হোম কোয়রান্টিনে ছিলেন। এখন আবার বেরচ্ছেন। ‘‘খুব শিগগিরি বসিরহাটে রিলিফ পাঠানোর ব্যবস্থা করছি আমরা। কিছু কর্পোরেট সংস্থার সঙ্গেও কথা চলছে’’, বললেন নুসরত।

Advertisement

আরও পড়ুন: লাইভ স্ট্রিমিং করে ও ইফতারের সামগ্রী পাঠিয়ে রমজানের শুভেচ্ছা জানালেন মিমি

এই কঠিন সময়েও মানিকদা আশা হারাতেন বলে মনে হয় না

বেহালার বৃদ্ধাবাসে নুসরত জাহান।

বিশেষ ভাবে সক্ষম এক জন ভক্ত নুসরতকে নিয়ে কবিতা লিখেছেন। সেই কবিতা আনন্দবাজার ডিজিটালকে শেয়ার করলেন তিনি—

‘তুমি আছো অমঙ্গলে মঙ্গলময় হয়ে

তুমি আছো অসত্যে সত্যরূপ হয়ে

তুমি আছো কল্পনাতে অকল্পতরু হয়ে

তুমি আছো অবিশ্বাসের বিশ্বাস তব হয়ে...।’

পাশে বসে ভক্তের কবিতা শুনলেন নুসরত।

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন