অঙ্কিতা লোখন্ডে চোখে হারাচ্ছে ভিকি জৈনকে। ছবি: সংগৃহীত।
হাতে ৪৫টি সেলাই। প্রাণে বেঁচে গিয়েছেন ভিকি জৈন, ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন অঙ্কিতা লোখন্ডে। তার পরেই বিচিত্র কাণ্ড ঘটালেন। সদ্য বাড়ি ফিরেছেন অসুস্থ স্বামী। আর্ম স্লিং-এ হাত ঝোলানো তাঁর। বাড়ির দরজায় পা রাখতেই অভিনেত্রী স্ত্রী বিশেষ নিয়ম পালন করে ভিকির উপর থেকে ‘খারাপ নজর’ কাটালেন!
হাতে রুপোর থালা আর গ্লাস। সে সব ভিকির সামনে ধরে, মন্ত্র পড়ে নিয়ম পালন করলেন ‘পবিত্র রিশ্তা’-খ্যাত অভিনেত্রী। তাঁর দাবি, “আমার স্বামীর উপরে খারাপ নজর পড়ছিল। তাই এত বড় দুর্ঘটনা ঘটল। কোনওমতে প্রাণে বেঁচে গিয়েছে!” নিজেই এই বার্তা দেওয়ায় প্রশ্নও উঠেছে সমাজমাধ্যমে। অঙ্কিতা কি তা হলে ‘কালা জাদু’তে বিশ্বাসী? আচার-অনুষ্ঠান পালনের পর অঙ্কিতা তাঁর ভ্লগে স্বামীর কাছে সরাসরি জানতে চেয়েছেন, এখন কেমন আছেন ভিকি? জবাবে ‘বিগ বস্’-খ্যাত ব্যবসায়ী প্রতিযোগীর দাবি, “অনেক বড় ধকল গেল। সামলে উঠতে সময় লাগবে।”
সম্প্রতি, আচমকাই কাচ ভেঙে পড়ে গুরুতর আহত হন ভিকি। তাঁর ডান হাতে গভীর ক্ষত তৈরি হয়। যার জেরে অস্ত্রোপচার করতে হয়। ৪৫টি সেলাই পড়ে। অঙ্কিতা অবশ্য স্বামীকে আশ্বস্ত করে বার্তা দিয়েছেন, যতই ঝড় উঠুক, তিনি ভিকির পাশে থাকবেন। কাঁধে কাঁধ মিলিয়ে সব সামলে নেবেন দু’জনে।