Rashmika Mandanna Vijay Deverakonda Engagement

বিজয়ের পর নজরে রশ্মিকার আঙুলে হিরের আংটি, বাগ্‌দানের খবরে সিলমোহর?

গত সপ্তাহেই জানা যায়, হায়দরাবাদে ঘনিষ্ঠদের উপস্থিতিতে আংটিবদল করেন রশ্মিকা ও বিজয়। যুগলের ঘনিষ্ঠমহল সেই গুঞ্জনে সিলমোহর দিলেও একেবারে চুপ করে রয়েছেন ‘ডিয়ার কমরেড’ জুটি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৫ ১৪:০৮
Share:

বিজয়-রশ্মিকার আংটিবদলের গুঞ্জনে সিলমোহর? ছবি: সংগৃহীত।

রশ্মিকা মন্দানা ও বিজয় দেবরকোন্ডার সম্পর্কের গুঞ্জন নতুন নয়। তার উপর, গত সপ্তাহেই শোনা গিয়েছে যে তাঁরা নাকি বাগ্‌দান সেরে ফেলেছেন। যদিও এখনও নিজেরা মুখ খোলেননি এই বিষয়ে। তবে দুই তারকার আঙুলে বড় আংটি নজর এড়ায়নি অনুরাগীদের।

Advertisement

গত সপ্তাহেই জানা যায়, হায়দরাবাদে ঘনিষ্ঠদের উপস্থিতিতে আংটিবদল করেন রশ্মিকা ও বিজয়। যুগলের ঘনিষ্ঠমহল সেই গুঞ্জনে সিলমোহর দিলেও একেবারে চুপ করে রয়েছেন ‘ডিয়ার কমরেড’ জুটি। কিন্তু, রশ্মিকার আঙুলে বড় হিরের আংটি দেখে এ বার এক প্রকার নিশ্চিত অনুরাগীরা।

সম্প্রতি, সমাজমাধ্যমে একটি ভিডিয়ো ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। সেখানে তাঁকে পোষ্য ‘অরা’র সঙ্গে দেখা গিয়েছে। অভিনেত্রীর ফোনে একটি ভিডিয়ো চলছে, যা সারমেয়কে দেখাতে ব্যস্ত তিনি। গানটি তাঁরই অভিনীত ছবির। মুঠোফোনের পর্দায় মনিবকে দেখে উচ্ছ্বসিত পোষ্য। এই মিষ্টি ভিডিয়োর মধ্যেও অনুরাগীদের নজরে পড়েছে অভিনেত্রীর বাম হাতের অনামিকায় উজ্জ্বল হিরের আংটি। অনুরাগীদের মতে, সরাসরি ঘোষণা না করে, এ ভাবেই ইঙ্গিতে বাগ্‌দানের গুঞ্জনে সিলমোহর দিলেন তিনি।

Advertisement

তাঁদের আংটিবদলের খবর প্রকাশ্যে আসার পর প্রথম যখন বিজয়কে দেখা যায়, তাঁর আঙুলেও একই ধরনের আংটি নজরে পড়ে অনুরাগীদের। সূত্রের খবর, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠান করে বিয়ে সারবেন তাঁরা। প্রায় ৭ বছর ধরে যে প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল, আর কয়েক মাস পরেই তা সকলের সামনে স্বীকৃতি পাবে বলে খবর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement