অনুষ্কা গোস্বামী কি ধারাবাহিকে ফিরছেন? ছবি: সংগৃহীত।
প্রথম ধারাবাহিকে বনি হিসাবে দর্শকের নজর কেড়েছিলেন অভিনেত্রী অনুষ্কা গোস্বামী। তার পর ‘রোশনাই’ ধারাবাহিকের মুখ্য চরিত্রে কিছু দিন অভিনয়ের পরেই ছেড়ে দেন সেই কাজ। অভিনয়জীবন শুরুর আগেই কেন এই সিদ্ধান্ত নিলেন তিনি? কেনই বা তাঁকে দেখা যাচ্ছে না ধারাবাহিকে?
গড়িয়ার মেয়ে অনুষ্কা। এখন থাকেন সোনারপুরে। এই শহরেই বড় হয়েছেন তিনি। পড়াশোনা শেষ। মাঝে অসুস্থতার জন্য নিজেই ধারাবাহিকের কাজ ছাড়তে বাধ্য হয়েছিলেন। অনুষ্কা বলেন, “অসুস্থতা নিতান্তই আমার ব্যক্তিগত। সেই বিষয়ে কথা বলতে চাই না। তবে এখন আমি পুরোপুরি সুস্থ। কাজে ফিরতে চাই। যদিও সে ভাবে কেউ এখনও যোগাযোগ করেননি। কথাবার্তাও হয়নি।” এরই মাঝে ছড়িয়েছিল, স্টার জলসার একটি ধারাবাহিকে নায়িকা হিসাবে দেখা যেতে পারে অনুষ্কাকে। তা যে পুরোটাই গুজব, সে কথাও জানিয়েছেন অভিনেত্রী।
অনুষ্কা যোগ করেন, “সমাজমাধ্যমে আমিও দেখলাম একটা পোস্টার। কিন্তু ওটা ভুল। আমি এখনও কোনও কাজে সই করিনি।” প্রসঙ্গত, কিছু দিন আগেই অভিনেতা সাহেব ভট্টাচার্য সম্পর্কেও গুঞ্জন শোনা যায়, যে তিনি নতুন ধারাবাহিকে ফিরছেন। যদিও, সেই খবরও ভুয়ো বলে উড়িয়ে দেন অভিনেতা। আপাতত অসুস্থতা সারিয়ে কাজে ফিরতে আগ্রহী অনুষ্কা।