Rupanjana Writes A Note On Ratool's Birthday

পুরুষকে বয়সে বড় হতেই হবে, সেই যুগ নেই! সংসারে রাতুল ‘বিগ বি’, স্বামীর জন্মদিনে রূপাঞ্জনা

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৫ ১২:২৭
Share:

সুখী দম্পতি রাতুল মুখোপাধ্য়ায়, রূপাঞ্জনা মিত্র। —ফাইল চিত্র।

শনিবার সকাল থেকে আনন্দে আর গর্বে ভাসছেন রূপাঞ্জনা মিত্র। অমিতাভ বচ্চন আর তাঁর স্বামী রাতুল মুখোপাধ্যায়ের জন্মদিন একই দিনে! আনন্দবাজার ডট কম যোগাযোগ করতেই সে কথা খুশি গলায় জানিয়েছেন। বয়সে ছোট বর। আজ আর কী করবেন? প্রশ্ন করতেই সলজ্জ জবাব, “বয়সে ছোট বলে নয়, রাতুলকে রোজই আদর করি। আজ আর একটু বেশি আদর করব। ওকে এ ভাবেই ভালবাসি।”

Advertisement

জন্মদিনের আগের রাতে কেক কাটা হয়নি। রূপাঞ্জনার শুটিং শেষ হয়েছে যখন, তখন কেকের দোকান বন্ধ। “আমরা শনপাপড়ি খেয়ে মিষ্টিমুখ করেছি”, হাসতে হাসতে বললেন অভিনেত্রী। তাঁর পরিচালক স্বামী কিন্তু তাতেই খুশি। জন্মদিনের সকালের সব রান্নাবান্না রাতুলের মা রাঁধবেন। কারণ, শুটিং আছে রূপাঞ্জনার। তাড়াতাড়ি শুটিং থেকে ফিরে সন্ধ্যায় দুই পরিবার এক হয়ে হইহই করবেন।

সাত বছরের একত্রবাস। আগামী এপ্রিলে বিয়ের বয়স হবে দুই। রাতুলের জন্মদিন এলে কি মনে হয়, সবটাই সম্ভব হয়েছে অসমবয়সি প্রেম বলে?

Advertisement

একটু ভেবে অভিনেত্রীর জবাব, “আজকের দিনে বয়স নিয়ে কেউ মাথা ঘামায় না। বন্ধুত্ব সম্পর্কের স্থায়িত্বের চাবিকাঠি। রাতুলের সঙ্গে সেটা আমার বা আমার পরিবারের ভীষণ ভাবে রয়েছে।” যেমন, রাতুল দুই পরিবারের বড়দের দেখভালের জন্য হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ বানিয়েছেন। বড়দের পাশাপাশি তিনি রূপাঞ্জনারও ছোটখাটো অসুস্থতা নিজ দায়িত্বে সারিয়ে দেন। কিংবা পরিবারের যে কোনও বড় সিদ্ধান্ত রাতুলই নিয়ে থাকেন। “এটা বয়সের জন্য নয়। ওর পরিণতমনস্কতার জন্য। সংসারে ‘বিগ বি’ তাই রাতুল”, বলছেন রূপাঞ্জনা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement