Khorkuto

জয়ী বাংলার ‘মিঠাই’প্রীতি! আবারও ‘খড়কুটো’কে টপকে সপ্তাহের সেরা

মোট ৬৫৫ পয়েন্ট সংগ্রহ করে প্রথম স্টার জলসা। ৬৩২ পয়েন্ট পেয়েছে জি বাংলা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ মার্চ ২০২১ ১৭:১৯
Share:

‘খড়কুটো’কে টপকে গেল মিঠাই ।

বাঙালির মিষ্টিপ্রীতি নিয়ে কোনও কথা হবে না। সন্দেশ হোক বা মনোহরা, পাতে পড়লেই পলকে সাফ! সেই ঘটনার ছায়া কি এ বার ছোট পর্দার দুনিয়াতেও? মিঠাই আর ‘উচ্ছেবাবু’র টক-ঝাল সম্পর্ক আস্তে আস্তে রসের ভিয়েনে মজে মিঠেকড়া হচ্ছে। সেই রসায়নে মাত দর্শক। রেটিংয়ে আবার বাংলার সেরা, সপ্তাহের সেরা জি বাংলার ‘মিঠাই’।

Advertisement

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

৯.৮ পয়েন্ট তার সংগ্রহে। ৯.৪ পেয়ে দ্বিতীয় ‘কৃষ্ণকলি’। সৌজন্য-গুনগুনের মিলনের পরেও ‘খড়কুটো’ ৯.২ পেয়ে নেমে এসেছে তৃতীয় স্থানে। চতুর্থ স্থানে ‘যমুনা ঢাকি’। তার সংগ্রহ ৯.১ পয়েন্ট। পঞ্চমে ৮.৩ পেয়ে ‘রাণী রাসমণি’।

মোট ৬৫৫ পয়েন্ট সংগ্রহ করে প্রথম স্টার জলসা। ৬৩২ পয়েন্ট পেয়েছে জি বাংলা।

Advertisement

বাকিরা কে, কোথায়? দেখে নিন রেটিং চার্টে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement