Entertainment News

হ্যাবিট্যাট ফিল্ম ফেস্টিভ্যালে ‘আহা রে’র প্রিমিয়ার

পরিচালক রঞ্জন ঘোষের কথায়, ‘‘ইন্ডিয়া হ্যাবিট্যাট সেন্টর আয়োজিত এই ফেস্টিভ্যাল এ দেশে একটি অগ্রগণ্য ফিল্ম উত্সব হিসেবে স্বীকৃত। ফলে আমাদের ভাল লাগছে। ছবিটি নির্বাচিত হয়েছে বলে প্রযোজক ঋতুপর্ণা সেনগুপ্তও খুশি।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০১৯ ১৭:৫২
Share:

ছবির দৃশ্যে ঋতুপর্ণা এবং আরফিন।

দশম সপ্তাহে রঞ্জন ঘোষ পরিচালিত ‘আহা রে’র মুকুটে খুশির পালক। ১৪তম হ্যাবিট্যাট ফিল্ম ফেস্টিভ্যালে ডোমেস্টিক প্রিমিয়ার হবে এই ছবির।

Advertisement

পরিচালক রঞ্জন ঘোষের কথায়, ‘‘ইন্ডিয়া হ্যাবিট্যাট সেন্টর আয়োজিত এই ফেস্টিভ্যাল এ দেশে একটি অগ্রগণ্য ফিল্ম উত্সব হিসেবে স্বীকৃত। ফলে আমাদের ভাল লাগছে। ছবিটি নির্বাচিত হয়েছে বলে প্রযোজক ঋতুপর্ণা সেনগুপ্তও খুশি।’’

এই ছবিতে দুই রাঁধুনির গল্পকে ফ্রেমবন্দি করেছেন রঞ্জন। ‘ভাবনা আজ ও কাল’-এর প্রযোজনায় ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন আরফিন শুভ। ‘আহা রে’র বিষয় কী? রঞ্জন আগেই জানিয়েছিলেন, আহার থেকে আহা রে। আবার আহা রে বলতে ইমোশনও বোঝায়। ঢাকার এক মুসলিম বাঙালি শেফ এবং কলকাতার এক বাঙালি হিন্দু হোম কুকের দেখা হওয়া নিয়ে এগিয়েছে এই ছবির গল্প।

Advertisement

আরও পড়ুন, মুখোমুখি রিল এবং রিয়েল লক্ষ্মী…

(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের টাটকা বাংলা খবর পড়তে চোখ রাখুন আমাদের বিনোদনের সব খবর বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement