Ahan Shetty on Nepotism

সুনীল শেট্টীর ছেলে বলে ছোট ভুলও মানুষ বড় করে দেখবেন, ‘স্বজনপোষণ’ প্রসঙ্গে অকপট অহান

বলিউড তারকা সুনীল শেট্টীর ছেলে অহান শেট্টী ‘তড়প’ ছবির মাধ্যমে অভিনয়জীবন শুরু করেন। বাবার পরিচিতিতে সুযোগ পাওয়া সহজ? মুখ খুললেন অহান।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৪২
Share:

সুনীল শেট্টী ও অহান শেট্টী। ছবি: সংগৃহীত।

বলিউডে স্বজনপোষণের অভিযোগ বহু দিনের। তারকাসন্তানেরা অভিনয়ে সুযোগ পেলেই জড়িয়ে পড়েন ‘নেপোটিজ়ম’ বিতর্কে। সম্প্রতি এই বিষয়ে নিজের মত প্রকাশ করলেন অভিনেতা অহান শেট্টী। তারকা সুনীল শেট্টীর ছেলে হওয়ায় কোনও বাড়তি সুবিধা পেয়েছেন? ‘তড়প’ অভিনেতার কথায় এর ভাল ও মন্দ, দুই-ই আছে।

Advertisement

এক সাক্ষৎকারে অহান স্বীকার করে নেন যে, তারকাসন্তান হওয়ায় সুযোগ অনেক সহজে পাওয়া যায়। কিন্তু, সেই সঙ্গে এটাও ঠিক যে, তাঁদের থেকে দর্শকের আশা অনেক বেশি থাকে, ফলে ভাল কাজ করার চাপ প্রবল। তাঁদের প্রত্যেক পদক্ষেপ বিচার করেন সাধারণ মানুষ। অহান বলেন, “আমি কখনও অস্বীকার করব না আমি কোথা থেকে এসেছি। অভিনেতা বাবার ছেলে হওয়ায় আমার সুযোগ পাওয়া সহজ হয়েছে। তবে সঙ্গে এটাও ঠিক যে, আমার থেকে প্রত্যাশা অনেক বেশি, আর একটা ছোট্ট ভুলও বড় করে লোকের চোখে পড়বে। আমি জানি, আমার প্রতিটি সাফল্য বাবার নিজের হাতে তৈরি নামকে উজ্জ্বল করবে, আবার তেমনই আমার প্রতিটি ব্যর্থতা বাড়তি ভার বয়ে আনবে। তাই আমি চেষ্টা করি দু’টোকেই নিজের অনুপ্রেরণা হিসেবে কাজে লাগাতে—আরও কঠোর পরিশ্রম করার জন্য, প্রমাণ করার জন্য যে আমি শুধু পদবির জোরে এখানে আসিনি।”

তবে এই পদবি তাঁর কাছে ‘বোঝা’ নয়। অভিনেতা বলেন, “এই পদবির ভার না নেওয়ার রাস্তা খুঁজে পেয়েছি। ওঁর অতীত থেকে আমি শিখতে পারি, কিন্তু তার ভারে নুইয়ে পড়ব না।” ২০২১ সালে ‘তড়প’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন অহান। তাঁর বিপরীতে ছিলেন তারা সুতারিয়া। এখন তিনি ‘বর্ডার ২’ ছবির প্রস্তুতি নিচ্ছেন। ২০২৬ সালের ২২ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা এই ছবির। সেই সঙ্গে, অহান এক ভৌতিক ছবির চুক্তিতেও সই করেছেন বলে খবর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement