Aindrila Sharma Death

‘অনুপ্রেরণা হয়ে থাকুক…’, ঐন্দ্রিলার মৃত্যুর পর লিখলেন প্রসেনজিৎ

রবিবার বেলা ১টা নাগাদ না ফেরার দেশে পাড়ি দিয়েছেন অভিনেত্রী। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। দু’টি বাক্যে জানিয়েছেন তাঁর প্রতিক্রিয়া।

Advertisement

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অভিনেতা

কলকাতা শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২২ ১৫:০৩
Share:

শোকপ্রকাশ করলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। —ফাইল ছবি

অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার অকালমৃত্যুতে শোকাহত টলিপাড়া। রবিবার বেলা ১টা নাগাদ না ফেরার দেশে পাড়ি দিয়েছেন অভিনেত্রী। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

Advertisement

ফেসবুকে প্রসেনজিৎ স্বল্প প্রতিক্রিয়ায় অনুভূতি ব্যক্ত করেছেন। লিখেছেন কেবল দু’টি বাক্য, ‘‘ভাল থেকো ঐন্দ্রিলা। তোমার ইচ্ছাশক্তি অনুপ্রেরণা হয়ে থাকুক।’’ এই দুই বাক্যের মাধ্যমেই প্রসেনজিৎ বুঝিয়ে দিতে চেয়েছেন তরুণ অভিনেত্রীর মৃত্যুতে তিনি কতটা শোকাহত।

ঐন্দ্রিলা শর্মা। ছবি: সংগৃহীত।

গত ১ নভেম্বর আচমকা স্ট্রোক হওয়ার পর হাসপাতালে ভর্তি হন ঐন্দ্রিলা। হাওড়ার বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। ২৪ বছর বয়সি অভিনেত্রী কোমায় চলে গিয়েছিলেন। শত চেষ্টা সত্ত্বেও তাঁকে ফেরানো গেল না।

Advertisement

রবিবার বেলায় ঐন্দ্রিলার মৃত্যুসংবাদ পাওয়ার পর শোকস্তব্ধ হয়ে গিয়েছে টালিগঞ্জের স্টুডিয়ো পাড়া। যেখানে কিছু দিন আগেও শুটিংয়ের সেটে সশরীরে গিয়েছিলেন ঐন্দ্রিলা। একটি ওয়েব সিরিজ়ে কাজ করছিলেন তিনি।

হাসপাতালে ঐন্দ্রিলার শারীরিক অবস্থা প্রথম থেকেই ছিল সঙ্কটজনক। তাঁর চোখের পাতা নড়ছিল না। দেহে সাড় ছিল না। মাঝে এক বার তাঁর মৃত্যুর গুজব রটে যায়। মধ্যরাতে ঐন্দ্রিলার মৃত্যুর ভুয়ো খবরে তোলপাড় শুরু হয়েছিল ফেসবুকে। তার এক দিন পরেই না ফেরার দেশে পাড়ি দিলেন অভিনেত্রী। ফেসবুকে প্রতিক্রিয়া জানালেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন