জিনস-শার্ট পরেই রেড কার্পেটে হাঁটবেন ঐশ্বর্যা!

গত ১৫ বছর ধরে ঐশ্বর্যা রাই বচ্চন কান চনচ্চিত্র উত্সবের নিয়মিত অতিথি। এ বারও তার ব্যতিক্রম হয়নি। ‘সর্বজিত্’ ছবি নিয়ে রাই সুন্দরী এ বারও হাজির ছিলেন বিশ্ব চলচ্চিত্রের মঞ্চে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ মে ২০১৬ ১১:৫৮
Share:

গত ১৫ বছর ধরে ঐশ্বর্যা রাই বচ্চন কান চনচ্চিত্র উত্সবের নিয়মিত অতিথি। এ বারও তার ব্যতিক্রম হয়নি। ‘সর্বজিত্’ ছবি নিয়ে রাই সুন্দরী এ বারও হাজির ছিলেন বিশ্ব চলচ্চিত্রের মঞ্চে। সেখানে পোশাক নিয়ে এক প্রশ্নের জবাবে মজার ছলে জানালেন, কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে হাঁটতে চান ক্যাজুয়াল শার্ট ও জিনস পরে।

Advertisement

ঐশ্বর্যা প্রথমবার কান-এ গিয়েছিলেন ‘দেবদাস’ ছবির নায়িকা হিসেবে। তখন থেকেই তাঁর পোশাক প্রতি বছর সকলের নজর কেড়েছে। এ বারও ব্যতিক্রম হয়নি। ডিজাইনার রোহিত বলের তৈরি পোশাকে রেড কার্পেটে হেঁটেছেন তিনি। তবে দ্বিতীয় দিন তাঁর বেগুনি লিপস্টিকের কারণে অনেকের কাছেই হাসির খোরাক হয়েছেন। সেই পরিস্থিতিও সাবলীল ভাবে সামলেছেন নায়িকা। তিনি বলেছেন, ‘‘আমি অভিনেত্রী। বিভিন্ন রকম ফ্যাশন আমার পছন্দ। সবথেকে বড় কথা আমি প্রফেশনাল।’’

আরও পড়ুন, বেগুনি লিপস্টিক পরে হাসির খোরাক ঐশ্বর্যা!

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement