‘জসবা’-তে গান গাইবেন ঐশ্বর্য?

তাঁর অভিনয়ে বশ হয়েছে বলিউড। সৌন্দর্যের মাপকাঠিতে তিনি বিশ্বসুন্দরী। এ বার গানের দুনিয়াও মজবে তাঁর গলার জাদুতে। তিনি ঐশ্বর্য রাই বচ্চন। পরিচালক সঞ্জয় গুপ্তর আগামী ছবি ‘জসবা’-তে গান গাইতে পারেন নায়িকা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ অগস্ট ২০১৫ ০০:০০
Share:

তাঁর অভিনয়ে বশ হয়েছে বলিউড। সৌন্দর্যের মাপকাঠিতে তিনি বিশ্বসুন্দরী। এ বার গানের দুনিয়াও মজবে তাঁর গলার জাদুতে। তিনি ঐশ্বর্য রাই বচ্চন। পরিচালক সঞ্জয় গুপ্তর আগামী ছবি ‘জসবা’-তে গান গাইতে পারেন নায়িকা। অমিতাভ বচ্চনের পুত্রবধূকে দিয়ে গান গাওয়ানোর পরিকল্পনাটি কিন্তু পরিচালকেরই। ঐশ্বর্যর গানের গলা নাকি বেশ মিঠে। তাঁকে হামেশাই গুনগুন করে সুর ভাঁজতে শোনা যায়। ‘জসবা’-তে একাধিক সুরকার কাজ করছেন। সেই সব সুর থেকে একটি বিশেষ গান সঞ্জয় ঐশ্বর্যর জন্য বেছে রেখেছেন। ঐশ্বর্য নিজেও বেশ উৎসাহী বলে জানা গিয়েছে। তবে গান রেকর্ডিংয়ে তাড়াহুড়ো করতে নারাজ তিনি। ভাল করে অনুশীলনের পরই গানটি রেকর্ড করবেন বচ্চন-বধূ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement