Aishwarya Rai Bachchan

৫০০ ক্যারেট মোজ়াম্বিক চুনি ছাড়া কোন কোন গয়না ছিল ঐশ্বর্যার শাড়িতে, তাঁর আনুমানিক মূল্য কত?

ঐশ্বর্যার শাড়িতে যেমন গয়নার আধিক্য ছিল তেমনই ছিল গলায় চুনি হীরের মালা। বচ্চন বধূর সাজে খরচ হল কত কোটি?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ মে ২০২৫ ১৩:৩১
Share:

ঐশ্বর্যা রাইয়ের সাজে খরচ হয়েছে কত? ছবি: রয়টার্স।

সেই ২০০২ সাল থেকে কান চলচ্চিত্র উৎসবে যাতায়াত ঐশ্বর্যা রাইয়ের। প্রথম বছর শাড়িতেই সেজেছিলেন অভিনেত্রী। তার পর কেটে গিয়েছে ২৩ বছর। প্রতি বছরই পাশ্চাত্যের পোশাকে দেখা গিয়েছে তাঁকে। প্রত্যেকবারের মতো এ বারও তাঁর সাজ-পোশাকে ভারতীয় সংস্কৃতির ছোঁয়া। পোশাক শিল্পী মণীশ মলহোত্রর সোনা রুপোর জরি দিয়ে কারুকাজ বেনারসিতে সেজেছিলেন অভিনেত্রী। শাড়িতে যেমন গয়নার আধিক্য ছিল তেমনই ছিল গলায় চুনি হীরের গয়নার মালা। এমন বিরল সব গয়নার মূল্য নেহাত কম নয়।

Advertisement

অভিনেত্রীর সাদা শাড়িটি হাতে বোনা ‘কড়ওয়া’ বেনারসি শাড়ি। ‘কড়ওয়া’ বেনারসির সবচেয়ে কঠিন বুনন পদ্ধতি। সে কারণেই বেনারসির নাম ‘কড়ওয়া’। পোশাক শিল্পী মণীশ নিজেই জানিয়েছেন শাড়িটিতে রুপো এবং রোজ় গোল্ডের জরি ব্যবহার করে বুটিগুলি বোনা হয়েছে । সেই সোনা রুপোর জরির ওপর বুনে দেওয়া হয়েছে সূক্ষ্ জারদৌসি কাজ। শাড়িতে নাটকীয়তা আনার জন্য জুড়ে দেওয়া হয়েছে একটি দুধ সাদা স্বচ্ছ টিস্যুর ওড়না। এই শাড়ির সঙ্গে ৫০০ ক্যারেটের মোজাম্বিক চুনির মালা এবং একটি বড় হিরের গয়না পরেছিলেন ঐশ্বর্যা। হাতে ছিল চুনীর আংটি। চুনির হার গুলি প্রতি ক্যারেট পিছু মূল্য ২০,০০০ থেকে প্রায় ১ লক্ষ টাকা। ফলত অনুমান করাই যাচ্ছে ৫০০ ক্যারেটের চুনির মালাগুলোর দাম কয়েক কোটি টাকা। এছাড়াও শাড়িতে ব্যবহৃত সোনা গুলি সবই প্রায় ১৮ ক্যারেটের। মোটামুটি বাজার দর অনুযায়ী ১৮ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম প্রায় ৭১,০০০ এর কাছাকাছি। সব মিলিয়ে কানের লাল গালিচায় পোশাকে প্রায় কয়েক শো কোটি খরচ করেছেন বচ্চন বধূ ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement