Aishwarya Rai Cannes 2025

সিঁথি ভর্তি সিঁদুর পরে কানে হাজির ঐশ্বর্যা, দেখামাত্র অমিতাভের পোস্টে কোন রহস্য?

বছর দেড়েক ধরে স্বামী অভিষেকের সঙ্গে বিবাহবিচ্ছেদের যে জল্পনা চলছিল তারই যেন যোগ্য জবাব দিলেন প্রাক্তন বিশ্ব সুন্দরী। বৌমার সাজ দেখে কিসের ইঙ্গিত দিলেন অমিতাভ?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ মে ২০২৫ ১১:৩৫
Share:

ঐশ্বর্যার সাজ দেখে কী লিখলেন অমিতাভ? গ্রাফিক-আনন্দবাজার ডট কম।

১৪ মে শুরু হয়েছে ৭৮তম কান চলচ্চিত্র উৎসব। কোন তারকার কেমন সাজপোশাক, তা জানতে উৎসুক দর্শক। প্রতি বারের মতো এ বছরও সেই আগ্রহে বিন্দুমাত্র ভাটা পড়েনি। ফি বছরই দর্শকদের বাড়তি উৎসাহ থাকে ঐশ্বর্যা রাই বচ্চনকে নিয়ে। চলতি বছর কানে তাঁর সাজ যেন মুগ্ধ করেছে আপামর ভারতীয়কে।

Advertisement

পরনে সাদা বেনারসি, গলায় চুনির হার, খোলা চুলে সিঁথি ভরা সিঁদুর। গত প্রায় দেড় বছর ধরে স্বামী অভিষেকের সঙ্গে বিচ্ছেদের যে জল্পনা চলছিল, তারই যেন যোগ্য জবাব দিলেন প্রাক্তন বিশ্বসুন্দরী। এ দিকে বৌমার এমন সাজ দেখে রহস্যময় পোস্টে কিসের ইঙ্গিত দিলেন অমিতাভ?

ঐশ্বর্যার এ বছরের কান-সাজে ছিল ভারতীয় ঐতিহ্যের ছোঁয়া। কেউ বলছেন সম্প্রতি ঘটে যাওয়া ‘অপারেশন সিঁদুর’-এর প্রতি সম্মান প্রদর্শনে এমন সেজেছেন বচ্চন-বধূ। এরই মধ্যে বছর দুয়েক ধরে ঐশ্বর্যার সঙ্গে বচ্চন পরিবারের দূরত্ব বাড়ছে, খবর ছড়াচ্ছে। কুলুপ ছিল বচ্চন পরিবারের মুখে। বৌমার কানের সাজ দেখার ঘণ্টাখানেকের মধ্যে একটি পোস্ট দেন শ্বশুর অমিতাভ। কিন্তু পোস্টে তেমন কিছুই লেখেননি কেবলই লেখা ছিল কততম পোস্ট, সেই সংখ্যা। মাঝেমাঝেই অমিতাভ এই ধরনে রহস্যময় পোস্ট করে থাকেন। সম্প্রতি পহেলগাঁও কাণ্ডের পরও এমনই একটি পোস্ট দিয়েছিলেন। কিছু না বলেও নিজের অস্তিত্ব জানান দিয়েছিলেন কেবলমাত্র। এ বারও সেই পন্থাই নিলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement