poonam pandey

নীল ছবির নায়িকা, রাতের ঘুম হরণ করেছেন, তবু ইমরানের কাছে কী চান পুনম?

তাঁর ভিডিয়ো হিল্লোল তোলে পুরুষ হৃদয়ে। মাসকয়েক আগে তিনি রাস্তায় বেরোতেই তাঁর সঙ্গে ছবি তোলার অছিলায় চুম্বন দিতে এগিয়ে আসেন অনুরাগীরা। কিন্তু পুনম চুম্বন দিতে চান কাকে?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ মে ২০২৫ ২০:৩০
Share:

পুনম পাণ্ডে এবং ইমরান হাশমি। ছবি: সংগৃহীত।

বলিউডের সদা বিতর্কিত ও চর্চিত পুনম পাণ্ডে। মূল ধারা নয়, নীল ছবির নায়িকা হিসেবেই জনপ্রিয়তা তাঁর। কখনও নিজেকে মৃত ঘোষণা করে চাঞ্চল্য ছড়িয়েছেন। কখনও আবার নামমাত্র পোশাকে রাস্তায় বেরিয়ে হই চই ফেলে দিয়েছেন। আবার বিয়ের পর মধুচন্দ্রিমায় গিয়েও প্রাক্তন স্বামীকে পুলিশে ধরিয়ে চর্চায় আসেন। এমনিতেই তাঁর ভিডিয়ো হিল্লোল তোলে পুরুষ হৃদয়ে। মাসকয়েক আগেই তিনি রাস্তায় বেরোতেই তাঁর সঙ্গে ছবি তোলার অছিলায় চুম্বন দিতে এগিয়ে আসেন এক অনুরাগী। কিন্তু পুনম চুম্বন চান ইমরানের থেকে।

Advertisement

ইমরান হাশমির নামের সঙ্গে জুড়ে রয়েছে ‘সিরিয়াল কিসার’ তকমা। প্রথম দিকের প্রায় প্রতিটি ছবিতেই নায়িকাদের ঠোঁটঠাসা চুমু খেয়েছিলেন তিনি। অথচ, বাস্তবে তাঁর জীবন শুধুই তাঁর স্ত্রী-কেন্দ্রিক। কোনও নায়িকার সঙ্গে সম্পর্কের গুঞ্জনও শোনা যায়নি অভিনেতার। কিন্তু পর্দায় চুম্বন দৃশ্যের জন্য তাঁকে ‘চুম্বনের রাজা’ও বলা হয়। পুনমের একটা চুমুর চাহিদা ইমরানের কাছ থেকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে পুনম বলেন, ‘‘আমি ওকে বলতে চাই তুমি কি চুমু খেতে পারবে।’’ যদিও পুনমের এ হেন দাবি শুনে এখনও সাড়া দেননি নায়ক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement