Rani Mukerji

বিয়ের ১১ বছর পার, এখনও এই বিষয়ে স্ত্রীকে দায়ী করেন আদিত্য! তবে কি রানি সুখী নন?

তাঁদের বিয়ের প্রায় ১১ বছর পেরিয়ে গিয়েছে। রানিকে বিয়ের থেকেই নাকি শাপ-শাপন্ত করেন পরিচালক আদিত্য।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ মে ২০২৫ ১৭:৩২
Share:

রানির সঙ্গে আদিত্যর ঝগড়ার কারণ কী? ছবি: সংগৃহীত।

বলিউডের অন্যতম কৃতী অভিনেত্রী তিনি। নব্বইয়ের দশক থেকে চুটিয়ে কাজ করেছেন হিন্দি ছবিতে। অভিনেত্রী হিসাবে তাঁর বহুমুখী প্রতিভার প্রমাণ রেখেছেন বিভিন্ন ঘরানার ছবিতে। রোম্যান্টিক কমেডি হোক বা অ্যাকশন-ক্রাইম— সবেতেই সাবলীল রানি মুখোপাধ্যায়। ২০১৪ সালে যশরাজ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়ার সঙ্গে গাঁটছড়া বাঁধেন অভিনেত্রী। ২০১৫ সালে তাঁদের কোলে আসে কন্যা আদিরা।

Advertisement

আদিত্য-রানির বিয়ের পর ১১ বছর পেরিয়ে গিয়েছে। এ বার জানা গেল, বিয়ের পর থেকেই নাকি রানিকে বিয়ের থেকে শাপশাপান্ত করেন পরিচালক আদিত্য। স্বভাবের দিক থেকে প্রচারবিমুখ আদিত্য। বলিউডের অভিজাত পরিবারের সন্তান, দীর্ঘ তাঁর কর্মজীবন। কিন্তু অন্য তারকাদের মতো আলোকচিত্রীদের সামনে আসতে একেবারেই পছন্দ করেন না। বরং তাঁদের এড়িয়েই চলেন আদিত্য। ছবি তোলানো একেবারেই পছন্দ নয় তাঁর। বেশ কয়েক বছর আগে এক সাক্ষাৎকারে রানিকে প্রশ্ন করা হয় আদিত্যর ক্যামেরার সামনে আসার বিষয়ে। অভিনেত্রী জানান, তাঁর স্বামী আলোকচিত্রীদের সামনে নয়, তাঁর ফোনের ক্যামেরায় ছবি তুলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। শুধু তা-ই নয় তিনি দাবি করেন, ‘অভিনেত্রী রানি’কে বিয়ে করার পর থেকেই যে আদিত্যকে নিয়ে উৎসাহ বৃদ্ধি পেয়েছে, এই বিষয়টি ভাল চোখে দেখেন না পরিচালক। রানি বলেন, ‘‘পরিচালক বলেই আদিত্য সাধারণ মানুষের ভিড়ে মিশে থাকতে ভালবাসে। ও চায় সকলের মাঝে সাধারণ হয়ে থাকতে। লোকের দৃষ্টি আকর্ষণ করতে চায় না। সেই কারণেই ছবি তোলাতে চায় না। সেই কারণে বিয়ে হওয়ার পর থেকেই আামার ওপর কেবল রাগ করে। ওর মনে হয় আমাকে বিয়ে করার পর থেকেই নাকি ওঁর ছবি চারিদিকে ছড়িয়ে পড়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement