Katrina Kaif

লেহঙ্গা ছেড়ে শাড়ি! পোশাক বদলাতে ক্যাটরিনা সময় নিয়েছিলেন পাঁচ ঘণ্টা, কী হল তার পর?

‘কালা চশমা’ গানের শুটিং প্রসঙ্গে ক্যাটরিনার পোশাক পরিবর্তনের গল্প শোনালেন কোরিয়োগ্রাফার বস্‌কো মার্টিন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ মে ২০২৫ ১৬:১৩
Share:

ক্যাটরিনা কইফের সৌন্দর্যে ঘায়েল তামাম বলিউড। ছবি: সংগৃহীত।

ক্যাটরিনা কইফ— তাঁর সৌন্দর্যে ঘায়েল তামাম বলিউড। উপরি পাওয়া নায়িকার নাচ। তাই ‘চিকনি চামেলি’ হোক বা, ‘শিলা কি জওয়ানি’ কিংবা ‘কালা চশমা’— বছরের পর বছর মানুষ মনে রেখেছেন গানগুলি। কিন্তু নায়িকাদের বায়নাও কম নয়। তাঁদের সময়ানুবর্তিতা নিয়েও প্রশ্ন উঠেছে বার বার। এ বার ‘কালা চশমা’ গানের শুটিং প্রসঙ্গে ক্যাটরিনার পোশাক পরিবর্তনের গল্প শোনালেন কোরিয়োগ্রাফার বস্কো মার্টিন।

Advertisement

সম্প্রতি এক সাক্ষাৎকারে কোরিয়োগ্রাফার বলেন, “খুবই মজার ঘটনা। এই গানের শুটিং যখন শুরু হল তখন ক্যটরিনার পরনে ছিল লাল লেহঙ্গা। প্রথম দিনে ওই লেহঙ্গা পরেই শুটিং হয়েছিল। কিন্তু দ্বিতীয় দিনে বদলে গেল পোশাক। আমাদের ৫ ঘণ্টা বসে থাকতে হয়েছিল ক্যাটরিনার অপেক্ষায়। কারণ নায়িকা মণীশ মলহোত্রর বিশেষ শাড়িটি পরছিলেন।”

বস্কো জানিয়েছেন, ‘কালা চশমা’ গানের জন্য তাঁরা এমন নাচ তৈরি করেছিলেন যাতে প্রচুর পায়ের কাজ ছিল। সিদ্ধার্থ মলহোত্রর সঙ্গে নাচবেন ক্যাটরিনা। নৃত্যশিল্পী স্বীকার করেছেন প্রথম দিন লেহঙ্গা পরে নাচের শুটিং করলেও পরের দিন ক্যাটেরিনা এক বিশেষ ধরনের শাড়ি পরেন, আর তাতেই নাচের ভঙ্গিগুলি আরও ভালভাবে ফুটে ওঠে।

Advertisement

বস্কো বলেন, “ওই পোশাকটি সত্যিই উজ্জ্বল ছিল। নাচের ভঙ্গিগুলি স্পষ্ট বোঝা যাচ্ছিল। তা ছাড়া, ভারতীয় শাড়িকে এক নতুন আঙ্গিকে পরানো হয়েছিল।” নৃত্যশিল্পী দাবি করেন, শেষ পর্যন্ত তাঁর মনে হয়েছিল ৫ ঘণ্টার অপেক্ষা সার্থক হয়েছে। তাঁর কথায়, “সব কিছু এমন অসাধারণ হলে একটু সবুর তো করতেই হয়। তার পর দেখা যায় ক্যাটরিনা কইফের ম্যাজিক, সঙ্গে সিদ্ধার্থ।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement