‘কান’-এ যাওয়ার আগে বাথটবে ঐশ্বর্যা!

‘কান’-এ রেড কার্পেটে হাঁটা তাঁর কাছে এখন জলভাত। ১৫ বছর ধরে এই আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে অংশ গ্রহণ করছেন প্রাক্তন বিশ্ব সুন্দরী। রেড কার্পেটে পাপারাৎজির সামনে পোজ দিতে তাই অভ্যস্ত তিনি। কিন্তু তিনি যখন ঐশ্বর্যা রাই বচ্চন তখন জারা হটকে কিছু তো হবেই।

Advertisement
শেষ আপডেট: ১৪ মে ২০১৬ ১৫:১৪
Share:

লিপস্টিক ভরা বাথটবে ঐশ্বর্যা।

‘কান’-এ রেড কার্পেটে হাঁটা তাঁর কাছে এখন জলভাত। ১৫ বছর ধরে এই আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে অংশ গ্রহণ করছেন প্রাক্তন বিশ্ব সুন্দরী। রেড কার্পেটে পাপারাৎজির সামনে পোজ দিতে তাই অভ্যস্ত তিনি। কিন্তু তিনি যখন ঐশ্বর্যা রাই বচ্চন তখন জারা হটকে কিছু তো হবেই। আর তাই লাল গালিচায় হাঁটার মাত্র কিছুক্ষণ আগে কিছু ছবি তুললেন বচ্চন বহু। ভাবছেন এতে আর অবাক হওয়ার কি আছে? ওমন সুন্দর গাউন পড়ে ক্যামেরার সামনে পোজ দেবেন না তাও কি হয়? কিন্তু গল্প এখানেই শেষ নয়। আলি য়োন্সের ডিজাইন করা পাথর-খচিত সেই বহুমূল্য গাউনটি পড়ে বসে পড়লেন বাথটবে। নাহ! বাথটবে জল ছিল না মোটেই। ছিল গাদা গাদা লিপস্টিক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement