কান আমার কাছে পরিবারের মতোই: ঐশ্বর্য

কাঁধ ছাড়ানো কালো চুল। কখনও টপ নট করে বাঁধা। কখনও বা পিঠে ঝাঁপিয়ে পড়েছে। গাউনের ঘের ছুঁয়েছে লাল কার্পেট। ঠোঁটের রক্তিম মায়ায় সম্মোহিত সকলেই। চোখের তারায় আয়না ধরে এভাবেই গত ১৩ বছর ধরে কানের রেড কার্পেটের লাইমলাইট নিজের ওপর ধরে রেখেছেন ঐশ্বর্য রাই বচ্চন। এবারেও সকন্যা তিনি পৌঁছেছেন কান চলচ্চিত্র উত্সবের মঞ্চে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ মে ২০১৫ ১৪:৫১
Share:

কাঁধ ছাড়ানো কালো চুল। কখনও টপ নট করে বাঁধা। কখনও বা পিঠে ঝাঁপিয়ে পড়েছে। গাউনের ঘের ছুঁয়েছে লাল কার্পেট। ঠোঁটের রক্তিম মায়ায় সম্মোহিত সকলেই। চোখের তারায় আয়না ধরে এভাবেই গত ১৩ বছর ধরে কানের রেড কার্পেটের লাইমলাইট নিজের ওপর ধরে রেখেছেন ঐশ্বর্য রাই বচ্চন। এবারেও সকন্যা তিনি পৌঁছেছেন কান চলচ্চিত্র উত্সবের মঞ্চে। তাঁর কথায়, “কান আমার কাছে পরিবারের মতো। আমি অনেক দিন ধরেই এর সঙ্গে যুক্ত। জুরি সদস্য হিসাবে প্রথম এখানে এসেছিলাম। এত দিন ধরে আসছি বলেই সকলের সঙ্গে আমার পরিবারের মতো সম্পর্ক রয়েছে।”

Advertisement

একটি আন্তর্জাতিক কসমেটিকস্ প্রস্তুতকারক সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর ‘বচ্চন-বহু’। কানের রেড কার্পেটে তাঁকে হাঁটার সুযোগ করে দেওয়ার জন্য তিনি তাঁদের ধন্যবাদ দিয়েছেন। তিনি জানিয়েছেন, “মেকআপ, স্টাইলিং বা ডিজাইনার গাউন পরে এখানে আসার মধ্যে শৈল্পিক ব্যাপার রয়েছে। কিন্তু এ ছাড়াও ব্যবসায়িক দুনিয়ার উচ্চস্তরের মানুষদের সঙ্গে দেখা হয়।” চলতি বছরে সালমা হায়েক, ইবা লনগোরিয়াদের মতো ফ্যাশন ডিভাদের সঙ্গে এক ফ্রেমে ধরা দিয়েছেন প্রাক্তন বিশ্বসুন্দরী। প্রসঙ্গত, আগামী রবিবার শেষ হবে এ বারের কান চলচ্চিত্র উত্সব।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন