Virat Kohli

অভিনব ভাবে নতুন বছরকে স্বাগত জানালেন কোহলি, সঙ্গী স্ত্রী অনুষ্কা

বিজয় হজারে ট্রফিতে দিল্লির হয়ে দু’টি ম্যাচ খেলার পর ছুটি কাটাচ্ছেন বিরাট কোহলি। বুধবার স্ত্রী অনুষ্কা শর্মাকে নিয়ে নতুন ইংরেজি বছরকে স্বাগত জানিয়েছেন তিনি। সমাজমাধ্যমে পোস্ট করেছেন নিজেদের বর্ষবরণের ছবি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৫ ২৩:০৮
Share:

(বাঁ দিকে) বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা (ডান দিকে)। ছবি: ফেসবুক।

অভিনব ভাবে নতুন ইংরেজি বছরকে স্বাগত জানালেন বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা। সমাজমাধ্যমে নিজেদের বর্ষবরণের ছবি ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন বিরুষ্কা। দু’জনের মুখেই রং দিয়ে আঁকা ছবি।

Advertisement

সমাজমাধ্যমে এক সঙ্গে হাসি মুখে ছবি দিয়েছেন বিরুষ্কা। কোহলির মুখের বাঁ দিকের অংশে স্পাইডার ম্যানের মুখ আঁকা। অনুষ্কার মুখের বাঁ দিকে আঁকা প্রজাপতি। পোস্টে অনুষ্কার সম্পর্কে কোহলি লিখেছেন, ‘‘আমার জীবনের আলোকে সঙ্গে নিয়ে ২০২৬ সালে পা রাখছি।’’ জানিয়েছেন, খুশি মনে ২০২৬ সালকে স্বাগত জানাচ্ছেন। সমাজমাধ্যমে কোহলির পোস্ট ভাইরাল হয়েছে ভক্তদের মধ্যে।

কয়েক দিন আগেও দিল্লির হয়ে বিজয় হজারে ট্রফি খেলছিলেন কোহলি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক দিনের সিরিজ়ে ভাল ফর্মে ছিলেন। দু’টি শতরানও করেছেন। সামনে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের এক দিনের সিরিজ়। তাই ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে খেলার মধ্যে থাকতেই ১৪ বছর পর দিল্লির হয়ে বিজয় হজারে ট্রফির ম্যাচ খেলেন। একটি ম্যাচে শতরান করেন। আর একটি ম্যাচে করেন অর্ধশতরান। যদিও বছরের শেষ দিন ওড়িশার বিরুদ্ধে খেলেননি ভারতের প্রাক্তন অধিনায়ক। আগামী ১১ জানুয়ারি থেকে শুরু হবে ভারত-নিউ জ়িল্যান্ড তিন ম্যাচের এক দিনের সিরিজ়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement