Entertainment News

আরাধ্যার কাছে সব নর্মাল রাখি, কেন বললেন ঐশ্বর্যা?

এমনিতে আরাধ্যাকে প্রায় সব জায়গাতেই সঙ্গে নিয়ে যান ঐশ্বর্যা। মেয়ে কোনও ভাবেই কাছ-ছাড়া করতে চান না। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় কিছুদিন আগে ট্রোলড হয়েছিল এই স্টার কিড। সে সময় তার যোগ্য জবাব দিয়েছিলেন অভিষেক বচ্চন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ মে ২০১৮ ১৬:৩২
Share:

কানের রেড কার্পেটে যাওয়ার আগে মা এবং মেয়ে। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

কান ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চ মানেই ঐশ্বর্যা রাই বচ্চনের উজ্জ্বল উপস্থিতি। গত বেশ কয়েক বছর ধরে এই ট্রেন্ড চলছে। তবে এ বার শুধু ঐশ্বর্যা নন, নজর কাড়ল আরাধ্যাও।

Advertisement

এমনিতে আরাধ্যাকে প্রায় সব জায়গাতেই সঙ্গে নিয়ে যান ঐশ্বর্যা। মেয়ে কোনও ভাবেই কাছ-ছাড়া করতে চান না। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় কিছুদিন আগে ট্রোলড হয়েছিল এই স্টার কিড। সে সময় তার যোগ্য জবাব দিয়েছিলেন অভিষেক বচ্চন।

কানে আরাধ্যাকে নিয়ে যাওয়া নিয়ে প্রশ্ন করা হলে ঐশ্বর্যা ইন্ডিয়া টুডেকে বলেন, ‘‘গ্ল্যামার আমার জীবনের অঙ্গ। কিন্তু আমি আরাধ্যার কাছে সব নর্মাল রাখার চেষ্টা করি। ওর যাতে কিছু আলাদা না মনে হয়। আমার মনে হয় অলরেডি ও ব্যালান্সড।’’

Advertisement

আরও পড়ুন ‘রডোডেনড্রন’এর খোঁজে পায়েলমৈনাকপূজারিনি

আরও পড়ুন ‘রডোডেনড্রন’এর খোঁজে পায়েলমৈনাকপূজারিনি 💖 ✨ (_)

💖 ✨

(_)

আরও পড়ুন ‘রডোডেনড্রন’এর খোঁজে পায়েলমৈনাকপূজারিনি 💖 ✨

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement