জন্মদিনে ইটালি?

আন্তর্জাতিক একটি ব্র্যান্ডের ঘড়ির সঙ্গে কুড়ি বছর ধরে যুক্ত রয়েছেন অভিষেকের স্ত্রী। সেই সুবাদে ওই ব্র্যান্ডের তরফে একটি অনুষ্ঠান রয়েছে ৩০ অক্টোবর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০১৯ ০০:৪৯
Share:

পরিবারের সঙ্গে ঐশ্বর্য।

গত কয়েক বছর ধরে তাঁর জন্মদিনে সপরিবার ছুটি কাটাতে যান বচ্চন পরিবারের পূত্রবধূ ঐশ্বর্যা রাই বচ্চন। উদ্যোগ যে তাঁর স্বামী অভিষেকের, তা আর বলার অপেক্ষা রাখে না। আগামী শুক্রবার ৪৬ বছরে পা দেবেন বিশ্বসুন্দরী। সেই উপলক্ষে এ বারের গন্তব্য ইটালি। ভ্যাটিকান সিটিতে ঐশ্বর্যা জন্মদিন পালন করবেন বলে শোনা যাচ্ছে। সোমবার রাতে তাঁদের রওনা হওয়ার কথা। অবশ্য ইটালিতে যাওয়ার আরও একটি উদ্দেশ্য রয়েছে।

Advertisement

আন্তর্জাতিক একটি ব্র্যান্ডের ঘড়ির সঙ্গে কুড়ি বছর ধরে যুক্ত রয়েছেন অভিষেকের স্ত্রী। সেই সুবাদে ওই ব্র্যান্ডের তরফে একটি অনুষ্ঠান রয়েছে ৩০ অক্টোবর। সেখানে যাবেন ঐশ্বর্যা। সেই ব্র্যান্ডের তরফেও একটি সারপ্রাইজ় পার্টি হবে বলে খবর। এখন শুধু সোশ্যাল মিডিয়ায় সেই দিনের ছবি দেখার অপেক্ষা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement