পাঁচ বছর ব্যবধানে ফের পর্দায় ঐশ্বর্য

মাঝে পেরিয়ে গিয়েছে পাঁচটা বছর। ফের রুপোলি পর্দায় ফিরছেন ঐশ্বর্য রাই বচ্চন। সঞ্জয় গুপ্তর ‘জসবা’-তে দেখা যাবে তাঁকে। কিন্তু এই অর্ধদশকের ব্যবধানে প্রত্যাবর্তন কি সফল হবে ঐশ্বর্য কিন্তু সটান বলে দিচ্ছেন, বলিউডের সঙ্গে তাঁর সম্পর্ক ছিন্ন হয়েছিল, এমনটা তিনি মনেই করেন না।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ অগস্ট ২০১৫ ০০:০০
Share:

মাঝে পেরিয়ে গিয়েছে পাঁচটা বছর। ফের রুপোলি পর্দায় ফিরছেন ঐশ্বর্য রাই বচ্চন। সঞ্জয় গুপ্তর ‘জসবা’-তে দেখা যাবে তাঁকে। কিন্তু এই অর্ধদশকের ব্যবধানে প্রত্যাবর্তন কি সফল হবে? ঐশ্বর্য কিন্তু সটান বলে দিচ্ছেন, বলিউডের সঙ্গে তাঁর সম্পর্ক ছিন্ন হয়েছিল, এমনটা তিনি মনেই করেন না। দীর্ঘ দিনের ব্যবধানে ছবি করছেন, শুটিং করতে গিয়ে সে সব তাঁর মোটেই মনে হয়নি। দক্ষিণ কোরিয়ার ছবি ‘সেভেন ডেজ’-এর রিমেক হল ‘জসবা’। আগামী ৯ অক্টোবর ছবিটি মুক্তি পাওয়ার কথা। ছবিতে ঐশ্বর্য ছাড়াও রয়েছেন শাবানা আজমি, ইরফান খান, জ্যাকি শ্রফ, চন্দন রায় সান্যাল। ২০১০ সালে সঞ্জয় লীলা বনশালীর ‘গুজারিশ’-এ শেষ বার দেখা গিয়েছিল অমিতাভ বচ্চনের পুত্রবধূকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement