Entertainment News

অভিষেক নন, আরাধ্যার বাবা রণবীর কপূর!

সেকি! অভিষেক নন, আরাধ্যার বাবা রণবীর কপূর! অবাক হচ্ছেন তো? কিন্তু এমনটাই ভেবেছিল ছোট্ট আরাধ্যা বচ্চন। আর এই সিক্রেট শেয়ার করেছেন স্বয়ং ঐশ্বর্যা রাই বচ্চন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ অক্টোবর ২০১৬ ১২:৫৬
Share:

সেকি! অভিষেক নন, আরাধ্যার বাবা রণবীর কপূর! অবাক হচ্ছেন তো? কিন্তু এমনটাই ভেবেছিল ছোট্ট আরাধ্যা বচ্চন। আর এই সিক্রেট শেয়ার করেছেন স্বয়ং ঐশ্বর্যা রাই বচ্চন।

Advertisement

বিষয়টা ঠিক কী?

ঐশ্বর্যার কথায়, ‘‘একদিন অভিষেকের মতো টুপি আর জ্যাকেট পরে বসেছিল রণবীর। আরাধ্যা বুঝতে পারেনি। বাবা ভেবে দৌড়ে গিয়ে রণবীরকে জড়িয়ে ধরে।’’ এরপর নিজের ভুল বুঝতে পেরে হেসে ওঠে আরাধ্যা। যদিও রণবীরের সঙ্গে নাকি দারুণ বন্ধুত্ব তার। রণবীরকে মাঝে মাঝে সে ‘আর কে’ বলেও ডাকে। ইদানিং শুটিংয়ের অবসরে আরাধ্যার সঙ্গেও সময় কাটান রণবীর।

Advertisement

সম্প্রতি হেডলাইনে রয়েছেন ঐশ্বর্যা-রণবীর। সৌজন্যে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এ তাঁদের কেমিস্ট্রি। এ ছাড়াও বোল্ড ফটোশুটে চমকে দিয়েছেন এই জুটি।

আরও দেখুন, পর্দার বাইরেও হট সিনে ব্যস্ত রণবীর-ঐশ্বর্যা

ফটোশুটে রণবীর-ঐশ্বর্যা। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement