Entertainment news

ঐশ্বর্যার কোন ব্যবহারে মুগ্ধ জিনাত?

সিনিয়রদের প্রতি কী ভাবে সম্মান জানাতে হয় তা আরও এক বার প্রকাশ্যে দেখালেন ঐশ্বর্যা রাই বচ্চন। সম্প্রতি মুম্বইতে জিনাত আমনের সঙ্গে একটি ম্যাগাজিনের ফোটোশুট করছিলেন বচ্চন-বধূ। সেখানে এখটু উঁচু টুলের উপর বসে জিনাতকে শট দিতে বলা হয়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০১৬ ২০:১৬
Share:

—ফাইল চিত্র।

সিনিয়রদের প্রতি কী ভাবে সম্মান জানাতে হয় তা আরও এক বার প্রকাশ্যে দেখালেন ঐশ্বর্যা রাই বচ্চন। সম্প্রতি মুম্বইতে জিনাত আমনের সঙ্গে একটি ম্যাগাজিনের ফোটোশুট করছিলেন বচ্চন-বধূ। সেখানে এখটু উঁচু টুলের উপর বসে জিনাতকে শট দিতে বলা হয়। কিন্তু সেটাতে খুব একটা স্বচ্ছন্দ ছিলেন না জিনাত। দূর থেকে দেখে সেটা বুঝতে পেরে এগিয়ে আসেন ঐশ্বর্যা।

Advertisement

ওই শুটে উপস্থিত এক জনের কথায়, ‘‘ঐশ্বর্যা এগিয়ে এসে জিনাতের শটটা অন্য ভাবে নিতে পরিচালককে অনুরোধ করেন। এমনকী বয়সের কারণ জিনাতকে স্পেশাল অ্যাটেনশন দেওয়ার অনুরোধও করেন তিনি।’’
ঐশ্বর্যার এই ব্যবহারে মুগ্ধ জিনাত তাঁর কাছে বচ্চন পরিবারের সকলের খবর জানতে চান। বিশেষ করে জিজ্ঞেস করেন আরাধ্যার কথা। মোবাইলে আরাধ্যার ছবি দেখিয়ে ঐশ্বর্যাও শেয়ার করেন মেয়ের দুষ্টুমির গল্প।
বর্তমান ইন্ডাস্ট্রিতে সকলেই এত প্রফেশনাল সিনিয়রদের প্রতি এই ব্যবহার নাকি বিরল। সে কারণেই ঐশ্বর্যার ব্যবহারে আপ্লুত হয়ে পড়েন জিনাত।

আরও পড়ুন: দীপিকা-সোনাক্ষী-পরিণীতির যমজ বোন আছে!

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement