ঐশ্বর্যা-আরাধ্যা স্বর্ণ মন্দিরে কী প্রার্থনা করলেন?

ভগবানে ভরপুর ভক্তি রয়েছে তাঁর। আর শুটিং করতে যখন অমৃতসরে পৌঁছেছেন তখন স্বর্ণ মন্দির না দেখে ফেরাটা টোটাল মিস। তিনি ঐশ্বর্যা রাই বচ্চন। অমৃতসরে ‘সর্বজিত্’-এর শুটিংয়ের ফাঁকে মা আর মেয়েকে নিয়ে দিব্যি স্বর্ণ মন্দির ঘুরে এলেন বচ্চন-বধূ।মাথায় গোলাপি ওড়না জড়িয়ে মায়ের মতোই সেজেছিল আরাধ্যাও। তবে কী প্রার্থনা করলেন তা খোলসা করেননি ঐশ্বর্যা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০১৬ ১১:৩৭
Share:

ভগবানে ভরপুর ভক্তি রয়েছে তাঁর। আর শুটিং করতে যখন অমৃতসরে পৌঁছেছেন তখন স্বর্ণ মন্দির না দেখে ফেরাটা টোটাল মিস। তিনি ঐশ্বর্যা রাই বচ্চন। অমৃতসরে ‘সর্বজিত্’-এর শুটিংয়ের ফাঁকে মা আর মেয়েকে নিয়ে দিব্যি স্বর্ণ মন্দির ঘুরে এলেন বচ্চন-বধূ।মাথায় গোলাপি ওড়না জড়িয়ে মায়ের মতোই সেজেছিল আরাধ্যাও। তবে কী প্রার্থনা করলেন তা খোলসা করেননি ঐশ্বর্যা।

Advertisement

এই ছবিতে একেবারে নন-গ্ল্যামারাস লুকে পর্দায় আসবেন নায়িকা। সর্বজিতের দিদি দলবীর কউরের ভূমিকায় দারুণ মানিয়েছে তাঁকে। মুম্বইয়ের বিভিন্ন জায়গায় শুটিংয়ের পর এ বার পঞ্জাবে শুটিং করছে টিম স। খয়েরি রঙের সাধারণ সালোয়ার-কুর্তায় সেটে হাজির হচ্ছেন নায়িকা। পায়ে থাকছে সাধারণ চটি। চরিত্রের প্রয়োজনে একেবারে সাধারণ ভাবে প্রায় নো-মেকআপ লুকেই নাকি পর্দায় হাজির হবেন তিনি।

পাঁচ বছর পর ‘জজবা’ দিয়ে নায়িকার বড়পর্দায় কামব্যাক হলেও ছবিটি বক্স অফিসে তেমন লাভের মুখ দেখেনি। তাই এই ছবিটির ওপরই নাকি বাজি ধরেছেন বচ্চন-বধূ। ওমঙ্গ কুমার পরিচালিত এই ছবি মুক্তি পাবে ২০১৬-এর মে নাগাদ।

Advertisement

আরও পড়ুন:
জুটি বাঁধতে পারে আরাধ্যা-আব্রাম!
ঐশ্বর্যার সঙ্গে শুটিংয়ে জখম আরাধ্যা?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement