শিবায়-র ফার্স্ট লুক-এর ছবি টুইট অজয় দেবগণের

নিজের নয়া ছবি শিবায়-এর ফার্স্ট লুক প্রকাশ করলেন অজয় দেবগণ। ২৬ ডিসেম্বর শিবায়-এর রোমহর্ষক অ্যাডভেঞ্চার সিন টুইট করার পর থেকেই হিট। ছবিতে দেখা যাচ্ছে শুধু একটা দড়িতে পাহাড়ের কোলে ঝুলছেন অজয়। কোনও বডি ডবল নয় এই বলি স্টার নিজেই এই বিপজ্জনক স্টান্ট করেছেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৫ ১৭:৫৬
Share:

নিজের নয়া ছবি শিবায়-এর ফার্স্ট লুক প্রকাশ করলেন অজয় দেবগণ। ২৬ ডিসেম্বর শিবায়-এর রোমহর্ষক অ্যাডভেঞ্চার সিন টুইট করার পর থেকেই হিট। ছবিতে দেখা যাচ্ছে শুধু একটা দড়িতে পাহাড়ের কোলে ঝুলছেন অজয়। কোনও বডি ডবল নয় এই বলি স্টার নিজেই এই বিপজ্জনক স্টান্ট করেছেন।

Advertisement

শুধু হিরো নয়, ইউ মি অর হাম-এর পর এই ছবি পরিচালনাও করছেন অজয়। শিবায়-তে অজয়ের বিপরীতে থাকছেন দীলিপ কুমারের নাতনি সায়েশা সাইগল।

Advertisement

মুসৌরিতে চলতি বছরের শুরুতে শুরু হয়েছে এই ছবির শ্যুটিং। ২০১৬ সালের দিওয়ালি মুক্তি পাবে অজয়ের ড্রিম প্রজেক্ট শিবায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement