Ajay Devgn

শুটিং শুরু

অজয়ের শেষ মুক্তি পাওয়া ছবি ‘তানাজি: দি আনসাং ওয়ারিয়র’ বক্স অফিসে ভাল ব্যবসা করছে। 

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২০ ০০:০১
Share:

অজয়-রাজামৌলী

জনপ্রিয় দক্ষিণী পরিচালক এস এস রাজামৌলীর ‘ট্রিপল আর’-এর জন্য শুটিং শুরু করলেন অজয় দেবগণ। টুইটারে পরিচালকের সঙ্গে ছবি শেয়ার করেছেন অজয় নিজেই। রাজামৌলী বলেছেন, ‘‘এই ছবিতে অজয়ের চরিত্রটি বলিষ্ঠ। আমি ওকে চরিত্রটি বলার সঙ্গে সঙ্গেই ও খুব আগ্রহী হয়ে ওঠে। তখনই আমাকে শুটের ডেট দিয়ে দেয়।’’ পাশাপাশি অজয়ও টুইট করেছেন, ‘‘রাজামৌলীর সঙ্গে কাজ করা সম্মানের। সেই ২০১২ সাল থেকে ওঁর সঙ্গে আমার পরিচয়। এত দিনে কাজের সুযোগ হল।’’ ছবিটি পিরিয়ড ড্রামা। কয়েক জন বিখ্যাত তেলুগু নেতার কথা তুলে ধরা হবে ছবিতে। এই ছবিতে অজয়ের সঙ্গে থাকবেন দক্ষিণী অভিনেতা রাম চরণ। অতিথি শিল্পীর চরিত্রে আলিয়া ভট্ট।

Advertisement

অজয়ের শেষ মুক্তি পাওয়া ছবি ‘তানাজি: দি আনসাং ওয়ারিয়র’ বক্স অফিসে ভাল ব্যবসা করছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement