Thalapati VS Ajit

বিজয়-ভক্তকে বেধড়ক মার! অভিযুক্ত অজিত-অনুরাগীরা, সাধারণতন্ত্র দিবসের আগে অগ্নিগর্ভ পরিবেশ

দুই অভিনেতার সমর্থকদের মধ্যে মারপিটের খবর নতুন কিছু নয়। আবার এক বার তেমনই ঘটনা ঘটল তামিলনাড়ুতে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২৬ ১৪:৫৬
Share:

পর্দার বাইরে অজিত বনাম বিজয় থালাপতি। ছবি: সংগৃহীত।

দুই নায়কের অনুরাগীদের মধ্যে কোন্দল নতুন নয়। বিনোদনদুনিয়ার জন্মলগ্ন থেকে এই ধারা চলে আসছে। সাধারণতন্ত্র দিবসের আগে বিজয় থলপতি-অজিত অনুরাগীদের বিবাদ তাতেই যেন আরও একবার মান্যতা দিল। খবর, ২৫ জানুয়ারি দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ চরমে ওঠে। অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি।

Advertisement

ঘটনার সূত্রপাত ‘মনকথা’ ছবির পুনর্মুক্তিতে। ২৩ জানুয়ারি প্রেক্ষাগৃহে পুনরায় মুক্তি পায় অজিত অভিনীত ছবিটি। তামিলনাড়ুর একটি মাল্টিপ্লেক্সে ২৫ জানুয়ারি ছবিটি দেখতে আসেন বিজয়ের এক অনুরাগী। খবর, ছবি দেখানোর সময় তিনি নাকি বিজয়ের দলীয় পতাকা নাড়তে শুরু করেন। সঙ্গে সঙ্গে তাঁকে ঘিরে ধরেন অজিতের ভক্তেরা। বেধ়ড়ক মারধর করতে থাকেন। ছিঁড়ে দেওয়া হয় ওই ব্যক্তির পোশাক। অর্ধনগ্ন হয়ে পড়েন আক্রান্ত ব্যক্তি। মারধর কিন্তু তখনও থামেনি!

পরিস্থিতি ক্রমশ হাতের বাইরে চলে যাওয়ায়, রাশ টানতে ডাক পড়ে প্রশাসনের। সমাজমাধ্যমে ভাইরাল মারধরের সেই ঝলক। যা দেখে আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন বিজয়-অনুরাগীরা। পরিস্থিতি সামলাতে বিজয় এবং অজিতের তরফ থেকে বার বার ভক্তদের শান্ত থাকার আবেদন জানানো হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement