বিনোদের কেন্দ্রে প্রার্থীর দৌড়ে অক্ষয় এবং ঋষি

বিনোদ খন্নার মৃত্যুর পরে তাঁর চার বারের জেতা আসন পঞ্জাবের গুরদাসপুরে উপনির্বাচন আসন্ন। বিজেপি সূত্রের খবর, বিনোদের পরে বলিউডের কোনও নায়ককেই এই আসনে প্রার্থী করতে চাইছেন বিজেপি নেতৃত্ব।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ মে ২০১৭ ০৩:১৮
Share:

বিনোদ খন্নার মৃত্যুর পরে তাঁর চার বারের জেতা আসন পঞ্জাবের গুরদাসপুরে উপনির্বাচন আসন্ন। বিজেপি সূত্রের খবর, বিনোদের পরে বলিউডের কোনও নায়ককেই এই আসনে প্রার্থী করতে চাইছেন বিজেপি নেতৃত্ব। প্রাথমিক ভাবে উঠে এসেছে অক্ষয়কুমার এবং ঋষি কপূরের নাম। বিজেপির এক নেতার কথায়, ‘‘এটা তো রাজ্যসভার লড়াই নয়। এখানে যিনি দাঁড়াবেন তাঁর জেতার ক্ষমতা থাকতে হবে। বিশেষ করে পঞ্জাবে বিধানসভা নির্বাচনে বিজেপির ফল ভাল হয়নি।’’

Advertisement

অক্ষয়ের নামটি ভাবার কারণ কী? বিজেপি সূত্রের বক্তব্য, ‘‘অক্ষয়ের ভাবমূর্তি পরিচ্ছন্ন। অত্যন্ত জনপ্রিয়। সম্প্রতি অনেক দেশাত্মবোধক ছবিতে কাজ করেছেন। তাঁকে নতুন প্রজন্মের মিস্টার ভারত বলা যেতে পারে!’’ ঋষি কপূরকে নিয়েও ভাবনাচিন্তা চলছে। বিজেপি নেতৃত্বের বক্তব্য, ‘‘আমজনতার কাছে ওঁর আবেদন রয়েছে। তা ছাড়া কপূর পরিবার থেকে কেউ কখনও রাজনীতিতে আসেননি। এ বার সেটা হওয়া উচিত।’’ তবে ঋষির বিরুদ্ধে অভিযোগ, সব বিষয়ে টুইটারে অতিরিক্ত কথা বলা। রাজনীতিতে এলে সেই অভ্যাস ছাড়তে হবে ঋষিকে। সূত্রের খবর, অনুপম খের, সোনু নিগম, সানি দেওলের নামও ভাবা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement