Akshay Kumar Car Accident

পথ দুর্ঘটনার মুখে অক্ষয়-টুইঙ্কল, কেমন আছেন তারকা দম্পতি?

রাত ৯ টা নাগাদ জুহু এলাকায় ভয়ঙ্কর দুর্ঘটনার মুখে পড়ে অক্ষয়ের গাড়ি। মাঝ রাস্তায় উল্টে যায় গাড়ি। এই ঘটনায় আহত অন্তত দু’জন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২৬ ০০:৫৮
Share:

দুর্ঘটনার কবলে অক্ষয় কুমারের গাড়ি। ফাইল চিত্র।

মুম্বই বিমানবন্দর থেকে বাড়ি ফিরছিলেন অক্ষয় কুমার ও টুইঙ্কল খন্না। রাত ৯ টা নাগাদ জুহু এলাকায় ভয়ঙ্কর দুর্ঘটনার মুখে পড়ে অক্ষয়ের গাড়ি। মাঝ রাস্তায় উল্টে যায় গাড়ি। এই ঘটনায় আহত অন্তত দু’জন।

Advertisement

সূত্রের খবর, যে গাড়িটি দুমড়ে মুচড়ে গিয়েছে সেটা অক্ষয় কিংবা টুইঙ্কলের কেউই ছিলেন না। অভিনেতার এসইউভি টি ছিল তাঁকে নিয়ে যাওয়ার কনভয়। সেই গাড়িটির সাথে একটি অটোরিক্সার মুখোমুখি ধাক্কায় লাগায়। দুমড়ে মুচড়ে যায় অটোটি।

একবারে পালটি খেয়ে রাস্তায় পড়ে থাকতে দেখা যায় অভিনেতার গাড়িটিকে। অটো চালক ও গাড়ির চালক নাকি দুজনেই গুরুতর আহত। তাঁদের ইতিমধ্যেই নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement