Bhool Bhulaiyaa

যাঁর কারণে ছবি সফল তিনিই বাদ! ‘ভুলভুলাইয়া’ ফ্র্যাঞ্চাইজ়ি থেকে বার করে দেওয়া হয়েছে অক্ষয়কে?

সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই জানিয়েছেন অভিনেতা স্বয়ং। যা শুনে হতবাক অক্ষয়ের অনুরাগীরা। আগামী দিনে তাঁকে কি এই ফ্র্যাঞ্চাইজ়িতে দেখা যাবে?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৫ ১৬:১৯
Share:

‘ভুলভুলাইয়া’তে আর নেই অক্ষয় কুমার? ছবি: সংগৃহীত।

কার্তিক আরিয়ান শেষে অক্ষয় কুমারকে টপকে গেলেন? ‘খিলাড়ি কুমার’-এর একটি মন্তব্য এমনই প্রশ্ন তুলে দিয়েছে। সদ্য এক সাক্ষাৎকারে অভিনেতার বিস্ফোরক দাবি, “আমাকে ‘ভুলভুলাইয়া’ ফ্র্যাঞ্চাইজ়ি থেকে বার করে দেওয়া হয়েছে!” অক্ষয়ের এই বক্তব্য দেখতে দেখতে ভাইরাল। অনুরাগীরা বাক্‌রুদ্ধ!

Advertisement

যাঁর জন্য ছবি সফল, সেই অভিনেতাকেই কী করে বার করে দেন প্রযোজক, পরিচালক? এমন প্রশ্নও উঠেছে বলিউডে। এর নেপথ্যে পরিচালকের একটি বক্তব্য। ‘ভুলভুলাইয়া ৩’-এর আনুষ্ঠানিক ঘোষণার সময় ছবির পরিচালক আনিস বাজ়মি সংবাদমাধ্যমকে বলেছিলেন, “অক্ষয়কে ছাড়া এই ছবি অসম্পূর্ণ। কিন্তু কার্তিকের প্রয়োজনীয়তাও অস্বীকার করতে পারছি না। ছবির দ্বিতীয় পর্ব ওঁর জন্যই সফল। দর্শকেরাও অক্ষয়ের মতোই ওঁকে চাইছেন, ভালবাসছেন।” তিনি এ-ও জানান, তাঁর কাছে কার্তিক সৌভাগ্যের প্রতীক। তিনি কার্তিককে বাদ দিয়ে তাই ছবি করার কথা ভাবতেই পারেন না।

অক্ষয়-আনিসের কথোপকথন প্রকাশ্যে আসতেই বলিউডে নতুন চর্চা। অক্ষয়কে চটাবেন না বলেই কি ‘ভুলভুলাইয়া ৩’-এ অক্ষয়কে অতিথি চরিত্রে আনার কথা প্রাথমিক ভাবে ঘোষণা করেছিলেন? এই প্রশ্নের সদুত্তর নেই। তবে অক্ষয় জানিয়েছেন, ‘ভুলভুলাইয়া ৩’-এ অভিনয়ের জন্য তাঁকে কোনও অনুরোধ জানানো হয়নি। নিজের সম্মানরক্ষায় আগামী দিনেও তিনিও এই ফ্র্যাঞ্চাইজ়ির সঙ্গে কোনও ভাবে যুক্ত থাকতে চান না।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement