Akshay Kumar

মুম্বইয়ে প্রেক্ষাগৃহের বাইরে মুখ ঢেকে ঘুরে বেড়াচ্ছেন অক্ষয়! কী এমন কাজে ব্যস্ততা?

তাঁকে দেখে কেউ পালিয়ে যাচ্ছেন, কেউ কেউ আবার দু’মিনিট কথা বলছেন। হঠাৎ মুখোশ পড়ে রাস্তায় বেরোলেন কেন অক্ষয়?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ জুন ২০২৫ ১৭:৫৮
Share:

অক্ষয়ের এমন দশা হল কেন? ছবি: সংগৃহীত।

নতুন অবতারে অক্ষয় কুমার। মুখে ইস্পাতের মুখোশ, মাইক ধরে দর্শকের মুখের সামনে চলে যাচ্ছেন। মুখোশ থাকায় কেউ চিনতে পারছেন না অভিনেতাকে। তাঁকে দেখে কেউ পালিয়ে যাচ্ছেন, কেউ কেউ আবার দু’মিনিট কথা বলছেন। সম্প্রতি মুক্তি পেয়েছে ‘হাউসফুল ৫’। সেই ছবি নিয়ে দর্শকদের প্রতিক্রিয়া জানতে এমন অভিনব পন্থা অবলম্বন করলেন অভিনেতা।

Advertisement

এমনিতেই ছবি মুক্তির পর দর্শকদের কেমন লাগল, সেই প্রতিক্রিয়া জানতে প্রেক্ষাগৃহে শো ভাঙার পর যান তারকারা। এ বার অভিনব এক উপায় বার করলেন অক্ষয়। মুখোশ পরে প্রেক্ষাগৃহে বাইরে দাঁড়িয়ে রয়েছেন তিনি নিজেই। দর্শকদের ধরে ধরে ছবি কেমন লাগল, সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। দর্শকেরা তাঁদের প্রতিক্রিয়া জানান। বেশিরভাগ দর্শকই জানান, বেশ ভালো লেগেছে। যদিও বেশ কিছু দর্শকদের সঙ্গে কথোপকথন করার পরে লোকজন বুঝতে পারেন, তিনি অক্ষয় কুমার। ভিড় বাড়তে শুরু করলেই তিনি নাকি গাড়িতে উঠে পালিয়ে যান। অক্ষয় জানান, তিনি দারুণ মজা পেয়েছেন এটা করে। পাশপাশি এও বলেন, ‘‘কোনও মতে বেঁচে ফিরেছি।’’ মাত্র দু’দিনেই এই ছবি ৫০ কোটি টাকার উপর ব্যবসা করেছে। এমনিতেই গত কয়েক বছর ধরে একের পর এক ফ্লপ। এ বার ‘হাউসফুল ৫’ ছবির মাধ্যমে কি সেই ফাঁড়া কাটবে অক্ষয়ের!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement