Entertainment News

টুইঙ্কল নন, কোন নায়িকার ফোনের পাসওয়ার্ড জানেন অক্ষয়?

না! টুইঙ্কল খন্না নন, অন্য এক নায়িকার ফোনের পাসওয়ার্ড অক্ষয়ের মুখস্থ। অবশ্য টুইঙ্কলের ফোনের পাসওয়ার্ড বলিউডের খিলাড়ি জানেন কিনা, তা জানা যায়নি। কিন্তু কোন নায়িকার ফোনের পাসওয়ার্ড জেনে ফেলেছেন অক্ষয়?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১২ মার্চ ২০১৯ ১৯:১৯
Share:

কার ফোনের পাসওয়ার্ড জেনে ফেলেছেন অক্ষয়?

ফোনে আমরা সকলেই প্রায় পাসওয়ার্ড দিয়ে রাখি। কারণ, এমন কিছু ব্যক্তিগত জিনিস থাকে, যা আমরা কারও সঙ্গে শেয়ার করতে চাই না। তেমনই পাসওয়ার্ড ব্যবহার করেন সেলেবরাও। সেই গোপন পাসওয়ার্ড যদি অন্য কেউ জেনে ফেলেন? ঠিক এমন ঘটনাই নাকি ঘটিয়েছেন অক্ষয় কুমার!

Advertisement

না! টুইঙ্কল খন্না নন, অন্য এক নায়িকার ফোনের পাসওয়ার্ড অক্ষয়ের মুখস্থ। অবশ্য টুইঙ্কলের ফোনের পাসওয়ার্ড বলিউডের খিলাড়ি জানেন কিনা, তা জানা যায়নি। কিন্তু কোন নায়িকার ফোনের পাসওয়ার্ড জেনে ফেলেছেন অক্ষয়?

সেই নায়িকা হলেন করিনা কপূর খান। করিনা নিজেই শেয়ার করেছেন এই তথ্য। আরবাজ খানের নতুন শো-এ অতিথি হিসেবে গিয়েছিলেন করিনা। সেখানে নায়িকা বলেন, ‘‘অক্ষয় আমার ফোনের পাসওয়ার্ড জেনে গিয়েছে। আমরা ‘গুড নিউজ’-এর শুটিং করছিলাম। আমার ফোন এসেছিল। অক্ষয় ধরেছিল। তার পর আমার পাসওয়ার্ড গেস করে। অদ্ভুত ভাবে দ্বিতীয় বারেই সঠিক গেস করেছিল। অক্ষয় খুবই স্মার্ট। বিশেষ করে নম্বরের বিষয়ে।’’

Advertisement

দেখুন, বিনোদনের নানা কুইজ

আরও পড়ুন, ‘আমি ভাগ্যবান #মিটু ফেস করিনি, কিন্তু কেন ভাগ্যবান বলব বলুন তো?’

(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের সমস্ত গসিপ পড়তে চোখ রাখুন আমাদের বিনোদন বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement