অক্ষয়-মোদী সাক্ষাৎ পর্ব

ছবির নাম ‘টয়লেট: এক প্রেম কথা’। অনুপ্রেরণা প্রধানমন্ত্রীর স্বচ্ছ ভারত অভিযান। আর ছবির এই নাম শুনে নাকি হাসি থামেনি নরেন্দ্র মোদীর! দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে সেই সাক্ষাতের ছবি টুইট করলেন অক্ষয়কুমার। এই ছবিতে তাঁর সঙ্গে আছেন ভূমি পেডনেকর।

Advertisement
শেষ আপডেট: ১০ মে ২০১৭ ০১:২৮
Share:

অক্ষয়ের সেই টুইট ছবি

ছবির নাম ‘টয়লেট: এক প্রেম কথা’। অনুপ্রেরণা প্রধানমন্ত্রীর স্বচ্ছ ভারত অভিযান। আর ছবির এই নাম শুনে নাকি হাসি থামেনি নরেন্দ্র মোদীর! দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে সেই সাক্ষাতের ছবি টুইট করলেন অক্ষয়কুমার। এই ছবিতে তাঁর সঙ্গে আছেন ভূমি পেডনেকর।

Advertisement

অক্ষয়ের পরের ছবিটিও মেয়েদের স্বাস্থ্য-সচেতনতা নিয়ে। এখনও এ দেশের একটি বিরাট সংখ্যক মহিলা স্যানিটরি প্যাড ব্যবহার করেন না। সেই বিষয়ে সচেতনতা তৈরি করতেই অক্ষয়ের পরের ছবি ‘প্যাডম্যান।’ এটি বায়োপিক। অক্ষয়ের ছবির সঙ্গে অন্য কোনও ছবির মিল মাঝে মধ্যেই পাওয়া যায়। একই ধরনের বিষয় নিয়ে ‘ফুল্লু’ নামে আর একটি ছবি তৈরি হচ্ছে। ‘ফুল্লু’তে রয়েছেন ‘ফিল্মিস্তান’-এর নায়ক সারিব হাসমি। ছবিটির পোস্টার বেশ মজাদার। স্যানিটরি প্যাডের উপর বিভিন্ন ভাষায় লেখা ‘ধন্যবাদ’। ছবিটির ট্যাগ লাইন, ‘‘জো অওরত কা দর্দ নেহি সমঝতা, ভগবান উসে মর্দ নেহি সমঝতা।’’ এ বার না, দুটো ছবির বিষয় নিয়ে বিতর্ক তৈরি হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement