Entertainment News

‘ভেতরে ঢুকে মারো’, বায়ুসেনার অভিযোনের পর বললেন অক্ষয়

গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হানার পরও রিঅ্যাক্ট করেছিলেন অক্ষয়। তিনি লিখেছিলেন, ‘… পুলওয়ামায় নিহত সিআরপিএফ জওয়ানদের আত্মার শান্তি কামনা করি। ওঁদের পরিবারকে আরও শক্ত হতে হবে। আহতরা দ্রুত সুস্থ হয়ে ওঠুন। আমরা এটা ভুলে যাব না।’  

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:০৮
Share:

অক্ষয় কুমার। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

মঙ্গলবার ভোররাতে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে জইশ-এ-মহম্মদের সবচেয়ে বড় জঙ্গি প্রশিক্ষণ শিবির ধ্বংস করল ভারতীয় বায়ু সেনা। সেই কাজকে কুর্নিশ জানাচ্ছেন ভারতবাসী। সোশ্যাল মিডিয়ায় একের পর এক শুভেচ্ছাবার্তা শেয়ার হচ্ছে। পিছিয়ে নেই অভিনেতারাও। ঘটনার পরেই অক্ষয় কুমার টুইট করলেন, ‘ভেতরে ঢুকে গিয়ে মারো’।

Advertisement

গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হানার পরও রিঅ্যাক্ট করেছিলেন অক্ষয়। তিনি লিখেছিলেন, ‘… পুলওয়ামায় নিহত সিআরপিএফ জওয়ানদের আত্মার শান্তি কামনা করি। ওঁদের পরিবারকে আরও শক্ত হতে হবে। আহতরা দ্রুত সুস্থ হয়ে ওঠুন। আমরা এটা ভুলে যাব না।’

শুধু অক্ষয় নন। অজয় দেবগণ, অনুপম খের, অভিষেক বচ্চন, তাপসী পান্নু, সঞ্জয় দত্ত, স্বরা ভাস্কর, রবিনা ট্যান্ডন, সেলিনা জেটলি, সোনাক্ষী সিন্‌হার মতো শিল্পীরাও এ দিন নিজেদের মতামত জানিয়েছেন।

Advertisement

দেখুন, বিনোদনের নানা কুইজ

মঙ্গলবার ভারতের বিদেশ সচিব বিজয় গোখেল সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “সুনির্দিষ্ট গোয়েন্দা সূত্রের উপর ভিত্তি করে নির্দিষ্ট লক্ষ্যে হানা দেওয়া হয়েছে। যেখানে জইশ কয়েকশো জঙ্গির আত্মঘাতী হামলার প্রশিক্ষণ শিবির তৈরি করেছিল, বালাকোটের ঠিক সেখানেই হানা দেওয়া হয়েছে।’’ সেনা সূত্রের খবর, পাকিস্তানের গভীরে ঢুকে একাধিক জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে ভারতীয় বায়ুসেনার ১২টি মিরাজ-২০০০ যুদ্ধবিমান।

আরও পড়ুন, প্রতিরোধের লক্ষ্যে অসামরিক অভিযান, পাক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়ে বলল বিদেশ মন্ত্রক

(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের টাটকা বাংলা খবর পড়তে চোখ রাখুন আমাদের বিনোদনের সব খবর বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন