জন্মদিনেই নতুন ছবির ঘোষণা অক্ষয়ের

জন্মদিনেই নতুন ছবির ঘোষণা করলেন অক্ষয় কুমার। বুধবার ৪৯ বছর বয়সে পা দিলেন বলিউডের ‘খিলাড়ি’। এ দিনই টুইট করে তাঁর পরবর্তী রোম্যান্টিক থ্রিলার ‘রুস্তম’-এর ঘোষণা করেছেন নায়ক। তিনি লিখেছেন, ‘নীরজ পান্ডের সঙ্গে আবার জুটি বাঁধছি রোম্যান্টিক থ্রিলার রুস্তম-এর জন্য।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০১৫ ১৯:১৯
Share:

জন্মদিনেই নতুন ছবির ঘোষণা করলেন অক্ষয় কুমার। বুধবার ৪৯ বছর বয়সে পা দিলেন বলিউডের ‘খিলাড়ি’। এ দিনই টুইট করে তাঁর পরবর্তী রোম্যান্টিক থ্রিলার ‘রুস্তম’-এর ঘোষণা করেছেন নায়ক। তিনি লিখেছেন, ‘নীরজ পান্ডের সঙ্গে আবার জুটি বাঁধছি রোম্যান্টিক থ্রিলার রুস্তম-এর জন্য। ২০১৬-এর ১২ অগস্ট মুক্তি পাবে ছবিটি।’ ‘বেবি’ এবং ‘স্পেশাল ২৬’এর পর এই নিয়ে নীরজের সঙ্গে তৃতীয় বার কাজ করবেন অক্ষয়। চলতি বছরের ডিসেম্বরে শুরু হবে শুটিং। এ প্রসঙ্গে নীরজ জানিয়েছেন, ‘‘ছবির চরিত্র অনুযায়ী অক্ষয় পারফেক্ট চয়েস।’’

Advertisement

অন্য দিকে জন্মদিনের সেরা উপহার ‘আকি’ বোধহয় পেলেন প্রভুদেবার কাছ থেকে। তাঁর আসন্ন ছবি ‘সিং ইজ ব্লিং’ এর ‘সিনেমা দেখে মাম্মা’ গানটি বুধবারই রিলিজ করলেন প্রভু। ছবিতে এই গানটি অক্ষয়ের সবচেয়ে পছন্দের। তাই তাঁর জন্মদিনে এই গানটি অক্ষয়কে উত্সর্গ করে সারপ্রাইজ দিলেন প্রভুদেবা। গণেশ আচার্যের কোরিওগ্রাফিতে পাতিয়ালার এক গ্রামে এই গানটির শুটিং করেছিলেন অক্ষয় এবং অ্যামি জ্যাকসন। আগামী ২ অক্টোবর মুক্তি পাবে ছবিটি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement