অক্ষয় কুমার প্রাণে বাঁচালেন যেভাবে। ছবি: সংগৃহীত।
দাম্পত্যের ২৫ বছরের উদ্যাপন বিদেশে কাটিয়ে সোমবার রাতে নিজেদের জুহুর বাড়িতে ফিরছিলেন অক্ষয় কুমার ও টুইঙ্কল খন্না। মু্ম্বই বিমানবন্দর থেকে ফেরার পথে আচমকাই তাঁদের কনভয়ের একটি গাড়িতে ধাক্কা দেয় বেপরোয়া গতির একটি মার্সিডিজ়। পাশাপাশি, উল্টো দিক থেকে দুরন্ত গতিতে এগিয়ে আসছিল একটি অটো। আচমকা এই তিনটি গাড়ির মধ্যে সংঘর্ষ বাধে। তাতেই বিপত্তি। উল্টে যায় অভিনেতার কনভয়ের একটি গাড়ি।
জুহু পুলিশ মঙ্গলবার সংবাদমাধ্যমকে জানিয়েছে, স্থানীয় সিলভার বিচ ক্যাফে এলাকা বেশ জনবহুল। সেখানে আচমকা একটি মার্সিডিজ় ঢুকে পড়ে সজোরে ধাক্কা মারে চলন্ত একটি অটোরিকশায়। সেই অটোরিকশা গিয়ে ধাক্কা দেয় অভিনেতার কনভয়ের একটি গাড়িতে। সেটি গিয়ে ধাক্কা মারে অক্ষয়ের কনভয়ের একটি গাড়িতে। সঙ্গে সঙ্গে উল্টে যায় কনভয়ের গাড়িটি। তবে কনভয়ে তারকাদম্পতির গাড়িতে কোনও আঁচড় পড়েনি। তবে চোখের সামনে দুর্ঘটনা ঘটতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন পথচারীরা। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে অক্ষয় ও তাঁর নিরাপত্তারক্ষীরা দ্রুত গাড়ি থেকে বেরিয়ে আহতদের সহায়তায় কাজে নেমে পড়েন।
স্থানীয় এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘‘যা দেখলাম বিশ্বাস করতে পারছি না। তবে অক্ষয় ও তাঁর নিরাপত্তারক্ষীরা গাড়ি থেকে বেরিয়ে অটোচালককে হাসপাতালে নিয়ে যেতে সাহায্য করেন।’’ যদিও ওই অটোর ভিতরে এক যাত্রী আটকা পড়ে যান। তাঁকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করেন। পুলিশ সূত্রের খবর, অভিনেতার সহায়তায় অটোচালক এবং ওই গাড়ির যাত্রীকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এ ছাড়াও মার্সিডিজ় গাড়ির চালকের বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগ দায়ের করা হয়েছে।
ওই অটোচালকের ভাই সমীর বলেন, ‘‘ঘটনাটি ঘটে রাত ৮টা থেকে ৮.৩০টার দিকে। আমার ভাই অটোরিকশাটি চালাচ্ছিল এবং পিছনের সিটে একজন যাত্রীও ছিলেন। ঠিক সেই সময়ে অভিনেতা অক্ষয় কুমারের গাড়ি এবং তাঁদের পিছনে থাকা একটি মার্সিডিজ় অক্ষয়ের কনভয়ের একটা গাড়িতে ধাক্কা দেয়। সেই গাড়িটি আবার রিকশার সঙ্গে ধাক্কা খায়। ফলস্বরূপ, আমার ভাই এবং যাত্রী রিকশার নীচে আটকা পড়েন। পুরো অটোটা দুমড়ে মুচড়ে যায়। আমার ভাইয়ের অবস্থা খুবই গুরুতর।”
সমীর দুর্ঘটনার পরেই অক্ষয়ের কাছে আর্জি জানিয়ে অনুরোধ করেন, “আমার একটাই অনুরোধ, আমার ভাইয়ের যথাযথ চিকিৎসা করা হোক এবং অটোটার যা ক্ষতি হয়েছে তার জন্য ক্ষতিপূরণ দেওয়া হোক। আমরা আর কিছু চাই না।”