Manoj Tiwari

বিজেপির সাংসদ-অভিনেতা মনোজ তিওয়ারির বাড়িতে চুরি, কত টাকা খোয়ালেন? চোর ঢুকল কী ভাবে?

প্রায় দু’বছর আগে কাজ থেকে বরখাস্ত হওয়া প্রাক্তন পরিচারককে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যেই। তখন সাংসদের বাড়ির চাবি ‘ডুপ্লিকেট’ করার অভিযোগেই তাঁকে কাজ থেকে বার করে দেওয়া হয়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২৬ ১৪:৪০
Share:

মনোজ তিওয়ারি। ছবি: সংগৃহীত।

বিজেপি সাংসদ মনোজ তিওয়ারির বাড়িতে চুরি। ঘটনাটি ঘটেছে অভিনেতার মুম্বইয়ের বাড়িতে। আন্ধেরি পশ্চিমের শাস্ত্রী নগর এলাকায় অবস্থিত সুন্দরবন অ্যাপার্টমেন্টে থাকেন মনোজ। বাড়ি থেকে নগদ ৫ লক্ষ ৪০ হাজার টাকা চুরি গিয়েছে। অভিনেতার প্রাক্তন গৃহকর্মীর বিরুদ্ধে সন্দেহ। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ওই কর্মীকে।

Advertisement

মনোজের বর্তমান আপ্তসহায়ক প্রমোদ যোগেন্দ্র পাণ্ডে এই ঘটনার পরে অম্বোলি থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ সূত্রে খবর, অভিনেতার ম্যানেজারের অভিযোগের ভিত্তিতে একটি মামলা দায়ের করা হয়েছে। তার পরে, প্রায় দু’বছর আগে কাজ থেকে বরখাস্ত হওয়া প্রাক্তন পরিচারক সুরেন্দ্র কুমার দীননাথ শর্মাকে গ্রেফতার করা হয়। সাংসদের বাড়ির চাবি ‘ডুপ্লিকেট’ করার অভিযোগেই তাঁকে কাজ থেকে বার করে দেওয়া হয়েছিল। বাড়ির অন্দরের সিসিটিভি ফুটেজ দেখে পুলিশের অনুমান, সুরেন্দ্র অনেক দিন আগে থেকেই এই চুরির ছক করেছিলেন। সেই কারণেই বাড়ির চাবি ‘ডুপ্লিকেট’ করিয়ে রাখেন বলে অনুমান।

প্রমোদের দায়ের করা এফআইআর-এ উল্লেখ, গত বছর জুন মাসে বাড়ির কোনও এক ঘর থেকে ৪.৪ লক্ষ টাকা উধাও হয়ে যায়। তার পরে, ডিসেম্বরে বাড়িতে সিসিটিভি লাগানো হয়। প্রমোদের অভিযোগ, গত সপ্তাহে কাজের জন্য বাড়ির বাইরে বেরোনোর খানিক পরেই তাঁর ফোনে ‘অ্যালার্ট’ যায় যাতে স্পষ্ট বাড়িতে অপরিচিত কেউ ঢুকেছে। সিসিটিভি ফুটেজে অভিযুক্তকে নগদ টাকা চুরি করতে দেখা গিয়েছে বলে অভিযোগ তাঁর। এর পরেই বাড়ির নিরাপত্তারক্ষীদের সতর্ক করে দেওয়া হলে তাঁরাই অভিযুক্তকে হাতেনাতে ধরেন বলে খবর। ওই দিন প্রায় ১ লক্ষ টাকা চুরি করেন অভিযুক্ত। এই ঘটনার পরে পুলিশ তদন্তে নামলে সুরেন্দ্র তাঁর অপরাধ স্বীকার করে নেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement