Priyanka Chopra

দিদি প্রিয়ঙ্কার সাফল্যের খেসারত দিলেন অভিনেত্রীর ভাই, মা মধু চোপড়া! খোলসা করলেন কোন গোপন কথা?

প্রিয়ঙ্কার সাফল্যের আলোয় আলোকিত গোটা চোপড়া পরিবার। অভিনেত্রীর সাফল্যের প্রতিটা মুহূর্তে খেসারত দিতে হয়েছে তাঁর ভাইকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২৬ ১১:৩৭
Share:

(বাঁ দিকে) প্রিয়ঙ্কা চোপড়া ও সিদ্ধার্থ চোপড়া, (ডান দিকে) মধু চোপড়া। ছবি: সংগৃহীত।

বলিউড ছেড়েছেন প্রিয়ঙ্কা চোপড়া, তাও এক দশক হল। নিজের পায়ের তলার মাটি শক্ত করতে কাঠখড় পোড়াতে হয়েছে বিস্তর। সেই প্রিয়ঙ্কা এখন হলিউডের চর্চিত নাম। তাঁর নিজের পরিশ্রম যেমন রয়েছে, তেমনই মেয়েকে সফল করতে অভিনেত্রীর বাবা-মায়ের অবদান কোনও অংশে কম নয়। তবে মেয়ের সাফল্যের ক্ষতিপূরণ দিতে হয়েছে ছেলে সিদ্ধার্থ চোপড়াকে।

Advertisement

প্রিয়ঙ্কার সাফল্যের আলোয় আলোকিত গোটা চোপড়া পরিবার। যদিও নিজেকে প্রচারের আলো থেকে দূরে রেখেছেন সিদ্ধার্থ। প্রিয়ঙ্কার মা এক সাক্ষাৎকারে বলেছেন, ‘‘প্রিয়ঙ্কাকে নিয়ে আমরা সকলেই ব্যস্ত ছিলাম। ওর বাবা পুরো সময় মেয়ের জন্য রেখেছিলেন। প্রিয়ঙ্কার বাবাও মেয়েকেই বেশি সময় দিয়েছে। তার ফলে ছেলেকে গোটা কৈশোরটা একা একা বড় হতে হয়েছে। দিদির সাফল্যের ক্ষতিপূরণ দিতে হয়েছে ওকে।’’

অভিনেত্রীর মা মধু চোপড়া প্রতিটা দিন ছেলেকে কষ্ট পেতে দেখতেন আর ঈশ্বরের কাছে প্রার্থনা করতেন। তবে যার শেষ ভাল তার সব ভাল। দুই ছেলেমেয়ে নিজের জীবনে ভাল কিছু করতে পারায় খুশি প্রিয়ঙ্কার মা। সম্প্রতি প্রিয়ঙ্কার ভাই সিদ্ধার্থ বিয়ে করে সংসারী হয়েছেন। যদিও এই বিয়ে হওয়ার আগে দু’বার প্রেম ভাঙে প্রিয়ঙ্কার ভাইয়ের। তবে ২০২৪ সালের শেষে অভিনেত্রী নীলম উপাধ্যায়ের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন। দু’জনে সুখে সংসারও করছেন বলেই দাবি চোপড়া পরিবারের।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement