Entertainment News

মুক্তির আগে ফের ‘লিপস্টিক’ নিয়ে ঝগড়া পরিচালক ও সেন্সর বোর্ড প্রধানের

এ বার ‘লিপস্টিক আন্ডার মাই বুরখা’-র পরিচালক অলঙ্কৃতা শ্রীবাস্তবকে ‘মিথ্যেবাদী’ এবং ‘মনোযোগ আকর্ষণকারী’ বললেন বোর্ড প্রধান পহেলাজ নিহালনি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ জুলাই ২০১৭ ১৭:১৪
Share:

মুক্তির আগে ‘লিপস্টিক’ নিয়ে ফের ঝগড়া। ছবি: ‘লিপস্টিক আন্ডার মাই বুরখা’র টুইটার পেজের সৌজন্যে।

আর মাত্র দিন পনেরোর অপেক্ষা। সব কিছু ঠিক থাকলে তারপরই মুক্তি পাওয়ার কথা ‘লিপস্টিক আন্ডার মাই বুরখা’র। এখনও লাগাতার চলছে ছবির পরিচালক ও সেন্সর বোর্ডের ঝগড়া। এ বার ‘লিপস্টিক আন্ডার মাই বুরখা’-র পরিচালক অলঙ্কৃতা শ্রীবাস্তবকে ‘মিথ্যেবাদী’ এবং ‘মনোযোগ আকর্ষণকারী’ বললেন বোর্ড প্রধান পহেলাজ নিহালনি।

Advertisement

কয়েকদিন আগেই ‘মিড-ডে’-কে অলঙ্কৃতা জানিয়েছিলেন, সেন্সর বোর্ডের রিভাইসিং কমিটির সদস্যরা তাঁর সঙ্গে বিরূপ আচরণ করেছেন। বোর্ডের আচরণে তাঁর মনে হয়, তিনি এক জন ‘ক্রিমিনাল’!

সেন্সর বোর্ডের বিরুদ্ধে এই অভিযোগের পরই মুখ খোলেন পহেলাজ নিহালনি। সম্প্রতি ‘হিন্দুস্তান টাইমস’-কে দেওয়া একটি সাক্ষাৎকারে অলঙ্কৃতার সব অভিযোগ উড়িয়ে তিনি বলেছেন, ‘‘এ সব ছবির প্রতি দর্শকদের আকর্ষণ তৈরির ছক মাত্র। ফ্রি পাবলিসিটি। সেন্সর বোর্ডের আপত্তির ঘটনা ছাড়া ছবির প্রচার করার আর কিছু নেই? অলঙ্কৃতা সেই বিষয়টিকেই মাসের পর মাস ধরে বসে রয়েছেন। তিনি মিথ্যেবাদী। তাঁর সঙ্গে কোনও দুর্ব্যবহার করা হয়নি। আমার স্পষ্ট মনে আছে, আমি তাঁকে বসতে বলেছিলাম। উল্টে তিনিই কোনও উত্তর দেননি।’’

Advertisement

পহেলাজ নিহালনির দাবি, অলঙ্কৃতা শ্রীবাস্তবের সঙ্গে সে দিন তাঁর কথাও হয়েছিল। এ বিষয়ে নিহালনি ‘হিন্দুস্তান টাইমস’-কে বলেছেন, ‘‘অলঙ্কৃতার সঙ্গে টু-দ্য-পয়েন্ট কথা হয়েছিল। এতে ক্রিমিনাল মনে হওয়ার কী আছে? আমি বুঝতে পারছি না।’’

আরও পড়ুন, বলিউডে ‘নেপোটিজম’ বিরোধীরা আমার ভাইকে ছাড়বে না: রণবীর কপূর

এ বছরের জানুয়ারি মাসেই মুক্তি পাওয়ার কথা ছিল ছবিটির। কিন্তু, নিহালনির আপত্তিতে তা হয়ে ওঠেনি। তাঁর যুক্তি ছিল, ছবিটি খুব বেশি রকমের নারীকেন্দ্রিক। শুধু তাই নয়, দেশের নির্দিষ্ট একটি সম্প্রদায়ভুক্ত মানুষের অনুভূতিতেও তা আঘাত করতে পারে মন্তব্য করেছিলেন তিনি।

সেন্সর বোর্ডের চেয়ারম্যান পহেলাজ নিহালনি। ——ফাইল চিত্র।

প্রথম ট্রেলারে ছিল, একটি মেয়ের মহিলা হয়ে উঠতে চাওয়ার কাহিনি। কিন্তু মাঝ বয়সে স্বামীর মৃত্যুর পর মনের সায় থাকলেও আরও এক বার প্রেম করার অনুমতি সমাজ তাঁকে দেয়নি। সেই অতৃপ্ত হৃদয়ে বোরখার ভিতর দিয়ে তিনি বারবার দেখতেন ‘লিপিস্টিকওয়ালি ড্রিম’। হাঁটুর বয়সী বয়ফ্রেন্ডের সঙ্গে নিজেকে ভাসিয়ে দিতেন সুইমিং পুলে। ‘উড়তা পঞ্জাব’-এ কাঁচি চালানোর পর এই ছবির গল্প পুরো অবাস্তব বলে নাট সিঁটকেছিলেন সেন্সর বোর্ড চেয়ারম্যান।

তবে হাল ছাড়েননি ছবির পরিচালক অলংঙ্কৃতা শ্রীবাস্তব এবং ছবির প্রযোজক প্রকাশ ঝা। পাল্টা আবেদন জানিয়েছিলেন ফিল্ম সার্টিফিকেশন অ্যাপিলেট ট্রাইবুনালে (এফসিএটি)। অবশেষে সেখান থেকেই জুনের শেষ সপ্তাহে মিলেছে ছাড়পত্র। আগামী ২১ জুলাই মুক্তি পাচ্ছে ছবিটি। তবে মুক্তির আগে নতুন এই ঝগড়া নিয়ে এখনও পর্যন্ত বলিউডের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন