Entertainment News

সোনাক্ষীর সঙ্গে ব্যাঙ্ককে কে?

ইরজ ইন্টারন্যাশনাল এবং আনন্দ এল রাইজ কালার ইয়েলো প্রোডাকশনের সিক্যুয়েল ছবি ‘হ্যাপি ভাগ জায়েগি রিটার্নস’-এর শ্যুট শুরুই হল নানা চমকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০১৮ ১৫:৪৯
Share:

সোনাক্ষী সিংহ। ছবি: সোনাক্ষীর ইনস্টাগ্রাম পেজের সৌজন্যে।

দেখা যাচ্ছে সোনাক্ষী সিংহ হঠাৎ ব্যাঙ্ককে! তা-ও আবার একা নন, সঙ্গে আলি ফাজাল! বি টাউনে তাঁদের নিয়ে জলঘোলার আগেই আগুনে জল ঢেলে দিলেন আলি ফাজাল! রহস্যটা কী!

Advertisement

ইরজ ইন্টারন্যাশনাল এবং আনন্দ এল রাইজ কালার ইয়েলো প্রোডাকশনের সিক্যুয়েল ছবি ‘হ্যাপি ভাগ জায়েগি রিটার্নস’-এর শ্যুট শুরুই হল নানা চমকে।

সোনাক্ষী সিংহ-র এই ছবির জন্য ব্যাঙ্কক শ্যুট করতে যাওয়া তো একটা বড় খবর ছিলই, তার সঙ্গে জানা গেলছবির অন্যতম অভিনেতা আলি ফাজল আর ডায়ানা পেন্টিও শ্যুটের জন্য ব্যাঙ্কক পাড়ি দিয়েছেন। বন্ধুদের কাছে আলি ফাজাল জানিয়েছেন, এই সিক্যুয়েলে সোনাক্ষীর সঙ্গে কাজ করতে পারবেন বলে তিনি খুবই উত্তেজিত।

Advertisement

আলি ফাজাল। ছবি— সংগৃহীত।

শুধুই কি কাজ? ফাজাল আর সোনাক্ষীর একসঙ্গে ‘ফান এপিসোড’-এর জন্যও মুখিয়ে আছেন আলি ফাজাল। ‘হ্যাপি ভাগ জায়েগি’ মুক্তি পাওয়ার এক বছরের মধ্যেই ছবির সিক্যুয়েলের সিদ্ধান্ত নেওয়া হয়। আগের পরিচালক মুদাস্সার আজিজ এই ‘হ্যাপি ভাগ জায়েগি রিটার্নস’এর দায়িত্বে।

বলিউড-টলিউড-টেলিউডের হিট খবর জানতে চান? সাপ্তাহিক বিনোদন সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

আরও পড়ুন, সুশান্ত সিংহ রাজপুত! এটা কি সত্যি-ই আপনি?

আরও পড়ুন, ব্যথায় কাবু রানি, শুটিং ছেড়ে ছুটলেন চিকিত্সকের কাছে

এই ছবিতে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে পঞ্জাবি গায়িকা জসসি গিলকে। ব্যাঙ্ককের সমুদ্র এখন বি টাউনের রোশনাইয়ে উত্তাল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement