Entertainment News

বিরাটের জন্য কেন অনুষ্কার কাছে ক্ষমা চাইলেন আলিয়া?

প্রকাশ্যে অনুষ্কা শর্মার কাছে ক্ষমা চাইলেন আলিয়া ভট্ট। না! কোনও প্রফেশনাল সমস্যা নয়। বরং সহকর্মী হিসেবে একে অপরের প্রশংসাই করে থাকেন। এ নিতান্তই অনুষ্কার ব্যক্তিগত বিষয়। আসলে ক্ষমা চাওয়ার কারণ বিরাট কোহলি!

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০১৬ ১৪:২৮
Share:

প্রকাশ্যে অনুষ্কা শর্মার কাছে ক্ষমা চাইলেন আলিয়া ভট্ট। না! কোনও প্রফেশনাল সমস্যা নয়। বরং সহকর্মী হিসেবে একে অপরের প্রশংসাই করে থাকেন। এ নিতান্তই অনুষ্কার ব্যক্তিগত বিষয়। আসলে ক্ষমা চাওয়ার কারণ বিরাট কোহলি!

Advertisement

কেন জানেন? সম্প্রতি ‘ডিয়ার জিন্দেগি’র প্রচারে ‘কফি উইথ কর্ণ’-তে হাজির ছিলেন শাহরুখ-আলিয়া। সেখানে আলিয়াকে ক্রিকেটের কমেন্ট্রি করতে বলেন কর্ণ জোহর। সঙ্গে আবদার ‘সেনসেশনাল’ গলায় কমেন্ট্রি করতে হবে। এর পর আলিয়া সেনসেশনাল গলায় বিরাট কোহলির ব্যাটিংয়ের কমেন্ট্রি শুরু করেন। তার আগে অবশ্য অনুষ্কা শর্মার কাছে ক্ষমা চেয়ে নেন। তার পর থেকেই বিরাট-অনুষ্কার সম্পর্কে যেন নতুন করে সিলমোহর পড়ল।

এর আগে বহু বার প্রকাশ্যে দেখা গিয়েছে বিরুষ্কা জুটিকে। দেশে হোক বা দেশের বাইরে একান্ত সময় কাটিয়েছেন। সম্প্রতি বিরাটের জন্মদিনেও তাঁর সঙ্গে দেখা করতে রাজকোটেও গিয়েছিলেন অনুষ্কা। কিন্তু প্রকাশ্যে সম্পর্কের বিষয়ে মুখ খোলেননি কেউই। তবে আলিয়ার এই ক্ষমা চাওয়ার ঘটনায় তাঁদের সম্পর্কে আরও কোনও আড়াল থাকল না বলেই মনে করছে বলিউড।

Advertisement

আরও পড়ুন, মোদীর ছবি দেওয়া পোশাক পরায় রাখির বিরুদ্ধে এফআইআর

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement